বাংলারজমিন

‘আমার স্বামী প্রতিহিংসার শিকার’

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৪৩ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ বলেছেন, ‘আমার স্বামী সালাহউদ্দিন আহমেদ বার বার রাষ্ট্রযন্ত্রের প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। তিনি দুই মাস দুই দিন গুম থাকার পর ভারতের শিলং এ ষড়যন্ত্রমূলক ফেলে দেয়ার পর এখনো আটকে আছে। সে দেশের আইন অনুযায়ী তাকে নিরাপরাধ ঘোষণা করার পরও বর্তমান ক্ষমতাসীন সরকার তাঁর বলিষ্ট রাজনৈতিক দক্ষতার ভীত হয়ে তাকে দেশে ফিরতে দিচ্ছে না। আমার স্বামীকে দেশে ফিরিয়ে আসতে ধানের শীষে ভোট দিন।’ তিনি আরো বলেন, ‘২০০৮ সালে আমার স্বামীর অবর্তমানে আমাকে ধানের শীষে ভোট দেয়ায় বিজয়ী হয়েছিলাম। আমি আপনাদেরকে দেয়া কথা মত সালাহউদ্দিনকে আপনাদের কাছে ফিরিয়ে এনেছিলাম। এবারও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এ সরকারের গুম হত্যা নিপীড়নের জবাব দিব এবং আপনাদের নেতা সালাহউদ্দিন আহমেদকে আপনাদের মাঝে ফিরিয়ে আনব ইনশাল্লাহ। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়ার পুর্ব বড় ভেওলা, বিএমচর, সাহারবিল, কোনাখালী ইউনিয়ন ও পেকুয়ার শিলখালীতে গণসংযোগকালে পথসভায় বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status