ইলেকশন কর্নার

কিশোরগঞ্জ-২ আসনে ‘গোলাপ ফুল’ প্রতীক নিয়ে লড়ছেন এমএ জব্বার

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:২৬ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জাকের পার্টির প্রার্থী হিসেবে ‘গোলাপ ফুল’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য শিল্পপতি এমএ জব্বার। সোমবার তার অনুকূলে দলীয় প্রতীক ‘গোলাপ ফুল’ বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে ‘গোলাপ ফুল’ প্রতীক বুঝে নেন শিল্পপতি এমএ জব্বার। শিল্পপতি এমএ জব্বার জাকের পার্টি থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন ধরে এই আসনের দুই উপজেলা পাকুন্দিয়া ও কটিয়াদীতে গণসংযোগ ও শোডাউন করে আসছিলেন। জাকের পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে রয়েছে। মহাজোট থেকে মনোনয়ন না পেলেও এমএ জব্বার ‘গোলাপ ফুল’ প্রতীক নিয়ে এ আসনের নির্বাচনী লড়াইয়ে থাকবেন বলে জানিয়েছেন। এর অংশ হিসেবে প্রতীক হাতে পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন জাকের পার্টির স্থায়ী কমিটির এই সদস্য। পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status