বাংলারজমিন

সেনবাগে হয়রানির অভিযোগ বিএনপি প্রার্থী ফারুকের

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:২৫ পূর্বাহ্ন

 নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি প্রার্থী সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুর ১টায় পৌর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে প্রশাসন নানা অসহযোগিতা করছে। নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে সরকারদলীয় প্রার্থীকে সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ এনে বলেন, মিথ্যা মামলার আসামি করা হচ্ছে। ২০১৬ সালের সোনাইমুড়ীর একটি হত্যা মামলায় বিএনপি জোটের ৬৭ জন, কাবিলপুরের ১টি মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যানসহ ২৩ জনকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়। তফসিল ঘোষণার পর থেকে ২৩ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতসহ বিভিন্ন পর্যায়ের ২৭ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। লিখিত বক্তব্যে ফারুক বলেন এসব হয়রানি বন্ধে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও পুলিশ বিভাগে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
বিএনপি তথা ২৩ দলীয় জোটের পক্ষ থেকে এ ধরনের গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানিয়ে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির সেক্রেটারি মোক্তার হোসেন পাটোয়ারী, জামায়াত নেতা মাওলানা মো. হানিফ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মোক্তার হোসেন ইকবাল, পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেক্রেটারি শহিদ উল্যাহসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status