খেলা

১২ হাজারী ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম

স্পোর্টস রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:১০ পূর্বাহ্ন

নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। তিন ফরমেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ১২ হাজার রানের মাইলফলক ছুঁলেন এই বাঁহাতি ওপেনার। ২০০৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর এ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ৩১৩ ম্যাচে তামিমের সংগ্রহ ১২০০৩ রান। ৩৪.২৯ গড়ে তুলে নিয়েছেন ২০টি সেঞ্চুরি। তামিমের এক বছর আগে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হয়েছেন সাকিব। তিন সংস্করণ মিলিয়ে ১২ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে আরো পথ পাড়ি দিতে হবে সাকিবকে। গতকাল পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ৩১৮ ম্যাচে সাকিবের মোট সংগ্রহ ১০,৭৫২ রান। মুশফিক ৩৩৭ ম্যাচে ১০,৫৬৭ রান নিয়ে তৃতীয়।
গত এশিয়া কাপের প্রথম ম্যাচে আঙুলের চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন তামিম। সেই চোটের কারণে জিম্বাবুয়ের সিরিজে খেলতে পারেননি। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। মাইলফলক গড়ার মঞ্চ তার জন্য প্রস্তুত ছিল সিরিজের প্রথম ম্যাচেই। সেই ম্যাচে না পারলেও গতকাল তামিম ঠিকই ১২ হাজারী মাইলফলকে পা রাখলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই মাইলফলক থেকে মাত্র ৫৯ রানের দূরত্বে ছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি তুলে নেয়ায় অনেকেই আশায় ছিলেন প্রথম ম্যাচেই তামিম মাইলফলকটি টপকে যাবেন। চোট কাটিয়ে ফেরায় একটু ধাতস্থ হওয়ার দরকার ছিল তামিমের। সেই ম্যাচে ১২ রানে আউট হয়েছিলেন। এতে সমীকরণটা দাঁড়ায় ৪৭ রানের দূরত্বে। তামিম এদিন ৫০ রান করে সমীকরণটি মিলিয়ে দিলেও আক্ষেপ ছড়িয়েছেন শেরেবাংলার গ্যালারিতে। এত সুন্দর শুরু আর নিয়ন্ত্রিত ইনিংসটি সেঞ্চুরি তুলে নেয়ার দাবিদার ছিল, হলো না! তারপরেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তিন সংস্করণেই সর্বাধিক রানের মালিক এই চট্টগ্রামের ক্রিকেটার। এ পর্যন্ত ৫৬ টেস্ট ম্যাচে ১০৮ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ২৫ হাফ সেঞ্চুরিতে ৪০৪৯ রান করেছেন তামিম। ১৮৪ ওয়ানডে ম্যাচে ১১ সেঞ্চুরি ৪৩ হাফ সেঞ্চুরিতে বাঁহাতি এই ওপেনার করেছেন ৬৩৬৯। ৭২ টি-টোয়েন্টি ম্যাচে তামিমের সংগ্রহ ১৫৮৫। তামিমই একমাত্র ক্রিকেটার যিনি তিন ফরমেটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ শুরুর আগেই এ বছর বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণ মিলিয়ে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। গতকাল যেটা থেমেছে ১০৯৪-তে। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ২৮ ম্যাচে ৮ ফিফটি আর ২ সেঞ্চুরি রয়েছে তামিমের ঝুলিতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status