খেলা

মেসির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল প্রধানের সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপ ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলে ‘সাময়িক অবসরে’ লিওনেল মেসি। আগামী বছর ব্রাজিলে কোপা আমেরিকা সামনে রেখে মেসির আর্জেন্টিনা দলে ফেরার গুঞ্জন রয়েছে। তার আগে মেসির সঙ্গে দেখা করলেন আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। গত রোববার রিয়াল মাদ্রিদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে কোপা লিবার্তাদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগে বসেছিল তারার মেলা। আর্জেন্টিনার সাবেক ও বর্তমান তারকাদের অনেকেই রিভারপ্লেট-বোকা জুনিয়র্সের ম্যাচ উপভোগ করেন। তাপিয়ার পাশাপাশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও উপস্থিত ছিলেন। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে বোকা জুনিয়র্সকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে (৫-৩ অ্যাগ্রিগেট) হারিয়ে শিরোপা উৎসব করে রিভারপ্লেট। বোকা জুনিয়র্সের টিম বাসে রিভারপ্লেট সমর্থকদের হামলার কারণে দ্বিতীয় লেগের ভেন্যু চলে যায় ইউরোপে। মাদ্রিদে সেদিন মেসির সঙ্গে সাক্ষাৎ করেন তাপিয়া। এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, না ফেরার বার্তা? তাপিয়া অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। মেসির সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিজের টুইটারে পোস্ট করে তাপিয়া লেখেন, ‘সুপার ফাইনাল দেখার পর আর অনেক কাজ শেষ করে মাদ্রিদ ছাড়ছি। বছর শেষ হচ্ছে, সামনের বছরে কি হবে সে ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছি। সেদিন স্কালোনি আর মেসির সঙ্গে দেখা করেছি।’ এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিএনটি স্পোর্টস’র সাংবাদিক হার্নান কাসটিলো দাবি করেন, আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ দিয়ে আকাশী-নীল জার্সি গায়ে তুলবেন মেসি। আর্জেন্টিনার বর্তমান দলের তারকা পাওলো দিবালা, মাউরো ইকার্দি থেকে শুরু করে তাপিয়া, স্কালোনি, দিয়েগো ম্যারাডোনা মেসির গুরুত্বের কথা তুলে ধরেন। বিশ্বকাপের শেষ ষোলো রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হারের পর অনেক পালাবদলের মধ্য দিয়ে যায় আর্জেন্টিনার ফুটবল। হোর্হে সাম্পাওলির জায়গায় ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান স্কালোনি। গত মাসে তাকে ২০১৯ কোপা আমেরিকা পর্যন্ত কোচের চুক্তি স্থায়ী করার প্রস্তাব দেয় এএফএ। বিশ্বকাপের পর আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৬৫) মেসি ছাড়াও সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, এভার বানেগা, গঞ্জালো হিগুয়েইনের মতো সিনিয়র খেলোয়াড়রা জাতীয় দলের বাইরে। আর তরুণদের নিয়ে ‘নতুন আর্জেন্টিনা’ দল গঠন করে চমক দেখান স্কালোনি। ৬টি প্রীতি ম্যাচের চারটিতেই জয় কুড়ায় স্কালোনির দল। একমাত্র হার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে (১-০) অতিরিক্ত সময়ের গোলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status