খেলা

লঙ্কান স্পিনার ধনাঞ্জয়া নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:০৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো কোচ চণ্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা। বোলিং পরীক্ষায় উতরাতে পারেন নি আকিলা ধনাঞ্জয়া। ব্রিসবেনে পরীক্ষা শেষে এ লঙ্কান স্পিনারকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে লঙ্কান বোর্ড (এসএলসি) চাইলে  ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন ২০ বছর বয়সী এ অফস্পিনার। গত এক বছরে আন্তর্জাতিক ওয়ানডেতে শ্রীলঙ্কার অন্যতম সফল বোলার আকিলা ধনাঞ্জয়া সম্প্রতি ফর্ম দেখাচ্ছিলেন টেস্ট ক্রিকেটেও। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে বোলিং অ্যাকশন শুধরে আবারো বায়োমেকানিকস পরীক্ষা দিতে হবে ধনাঞ্জয়াকে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ গল টেস্টে ধনাঞ্জয়ার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট করেন আম্পায়াররা। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে ২০১৪তে সচিত্র সেনানায়েকে ও ২০১৫তে অপর লঙ্কান স্পিনার থারিন্ডু কৌশলকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। পরে অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও নৈপুণ্য ধরে রাখতে ব্যর্থ হন উভয়েই। চলতি বছর ওয়ানডেতে ২৩.০০ গড়ে আকিলা ধনাঞ্জয়ার শিকার ২৮ উইকেট। আর টেস্টে ২৪.২৫ গড়ে তিনি নেন ২৭ উইকেট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status