খেলা

ভিন্ন পরীক্ষায় বায়ার্ন, ম্যানসিটি, জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:০৭ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপপর্বের শেষ রাউন্ডে মাঠে নামার আগেই নকআউট পর্ব নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস। তবে, গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ তিন পরাশক্তির সামনেই ভিন্ন পরীক্ষা। নিজ নিজ শেষ ম্যাচে জয় না পেলে গ্রুপের শীর্ষ স্থান হারাতে পারে তিন দলই। আর সেক্ষেত্রে শীর্ষে উঠে গ্রুপপর্ব শেষ করার হাতছানি ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্স আমস্টারডাম ও অলিম্পিক লিঁওর সামনে। নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকা দলের সঙ্গে হেড-টু-হেডে এগিয়ে রয়েছে তিন দলই। পয়েন্ট সমান হলেই শীর্ষস্থানে আসবে পরিবর্তন। এর মধ্যে শুধু ফ্রেঞ্চ ক্লাব লিঁওর নকআউট পর্ব নিশ্চিত হয়নি। আজ শেষ চার গ্রুপের খেলা শেষ হবে। ইউয়েফা ইউরোপা লীগের শেষ ৩২ রাউন্ডে নাম লেখাতে তৃতীয় স্থানের লড়াইটাও জমবে। ‘ই’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে আয়াক্সের মাঠে নামবে বায়ার্ন। আর এইকে অ্যাথেন্সকে আতিথ্য দেবে বেনফিকা। ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানের লড়াইয়ে স্বাগতিক শাখতার দোনেস্ককে মোকাবিলা করবে লিঁও। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হফেনহেইম। ‘জি’ গ্রুপে নিজ মাঠে সিএসকেএ মস্কোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রতিশোধের ম্যাচ। রাশিয়ায় মৌসুমের প্রথম হার (১-০) হার দেখেছিল টানা তিনবারের চ্যাম্পিয়নরা। রোমা খেলবে চেক প্রজতন্ত্রের ভিক্টোরিয়া প্লাজেনের মাঠে। আর সবশেষ ‘এইচ’ গ্রুপে জুভেন্টাস ও ম্যানইউর অ্যাওয়ে ম্যাচ যথাক্রমে ইয়াং বয়েজ ও ভ্যালেন্সিয়ার মাঠে। শুধুমাত্র ‘ই’ গ্রুপের ম্যাচ দুইটি শুরু হবে রাত ১১টা ৫৫ মিনিটে। বাকি সব ম্যাচ রাত ২টায়। রোমার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থাকলেও রিয়ালের শীর্ষস্থান নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। হেড-টু-হেডে দুই ম্যাচেই রোমাকে হারায় লস ব্লাঙ্কসরা। সান্টিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলের জয়ের পর রোমাকে তাদের মাঠেই ২-০ ব্যবধানে হারায় রিয়াল। পাঁচ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। রোমার সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ৪ পয়েন্টে তৃতীয় স্থানের সমীকরণে ভিক্টোরিয়ার প্লাজেন ও সিএসকেএ মস্কো। ‘এইচ’ গ্রুপে পাঁচ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ১২। ম্যানইউর ১০। জুভিরা আজ পয়েন্ট খোয়ালে জয় দিয়ে তাদের ছুঁয়ে ফেলার সুযোগ রেড ডেভিলদের।

জুভেন্টাসের সঙ্গে হেড-টু-হেড অ্যাওয়ে গোলে এগিয়ে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলে হারলেও ইতালি থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে হোসে মরিনহোর দল। এই গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে ইউরোপা লীগের টিকিট কাটে ভ্যালেন্সিয়া। সুইস ক্লাব ইয়াং বয়েজের অর্জন মাত্র ১ পয়েন্ট। ‘ই’ গ্রুপের সমীকরণ পরিষ্কার। আয়াক্সের মাঠে হার এড়ালেই শীর্ষে থেকে নকআউট পর্বে যাবে বায়ার্ন। পাঁচ ম্যাচে দুই দলের পয়েন্ট যথাক্রমে ১৩, ১১। ৪ পয়েন্ট নিয়ে আগেই তৃতীয় স্থান নিশ্চিত করে বেনফিফা। পাঁচ ম্যাচই হেরে পয়েন্টের খোঁজে গ্রিসের এইকে অ্যাথেন্স। ‘এফ’ গ্রুপে ম্যানসিটি সংগ্রহ ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা লিঁওর (৭) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শাখতার (৫)। তৃতীয় হওয়ার লড়াইয়ে রয়েছে হফেনহেইম (৩)। ম্যানসিটি হারলে আর লিঁও জিতলে দুইদলের পয়েন্ট হবে ১০। গ্রুপপর্বে ম্যানসিটির মাঠে ২-১ গোলের দুর্দান্ত জয়ের পর নিজ মাঠে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের ২-২ গোলে রুখে দেয় লিঁও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status