বাংলারজমিন

নির্বাচন নিয়ে সরকার গভীর ষড়যন্ত্র করছে: ড. মোশাররফ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:৫৪ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্র জনজোয়ারে ভেসে যাবে, জনগণ ব্যালট পেপারের মাধ্যমে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে- এই মন্তব্য করেছেন কুমিল্লা-১ জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ড. মোশাররফ হোসেন অভিযোগ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আওয়ামী লীগের এমপিদের কথামতোই প্রশাসন চলছে। তিনি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি গত সোমবার নির্বাচনী প্রচারণার শুরুর দিনে দাউদকান্দি ঈদগাহ ময়দানে স্মরণকালের এক বিশাল মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এইসব কথা বলেন। বিএনপির নীতিনির্ধারক নেতা ড. মোশাররফ বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে নিশ্চিত ভরাডুবি হবে আঁচ করতে পেরে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। ড. মোশাররফ ৩০শে ডিসেম্বর ব্যালটের মাধ্যমে সরকারের ষড়যন্ত্রের জবাব এবং ভোট গণনা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এই শোডাউনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি একেএম সামছুল হক। বিশাল এই মিছিলে নেতৃত্ব দেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বিকাল সাড়ে ৪টায় মিছিলটি ঈদগাহ থেকে শুরু হয়ে দাউদকান্দি সদর ও দোনারচর এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। ড. মোশাররফ সকাল থেকে দুপুর পর্যন্ত দাউদকান্দি উপজেলার শহীদনগর, মোহাম্মদপুর, ষোলপাড়া, দশপাড়া, সুন্দলপুর বাজার, চকমখোলা, চরগোয়ালী, দড়িগোয়ালী, বড়গোয়ালী, চৌমুহনী বাজার, সুকিপুর, কানরা ও সোনালী আঁশ মিল গেট স্পটে পথসভায় বক্তৃতা এবং ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status