বিশ্বজমিন

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের আকস্মিক পদত্যাগ এবং...

মানবজমিন ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ১২:৫৭ অপরাহ্ন

আকস্মিক পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের (আরবিআই) গভর্নর উরজিত প্যাটেল। সোমবার দিনের মধ্যভাগে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করার পরদিন মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন হয়েছে শতকরা ১.৩ ভাগ। এছাড়া তার এমন পদত্যাগের প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের মধ্যেও। ফলে শেয়ারবাজারও নি¤œমুখী। বেশ কিছুদিন ধরেই রিপোর্ট পাওয়া যাচ্ছিল যে, সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। তারই মাঝে উরজিত প্যাটেল পদত্যাগ করে বসলেন। তবে তার পদত্যাগপত্রে ওই বিরোধের কথা উল্লেখ করেন নি। ওদিকে ৫ রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির ভরাডুবি হতে যাচ্ছে। এমন আভাস পেয়েই শেয়ার বাজারের সূচক লাল হয়ে গেছে। ভারত যখন আগামী বছরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন উরজিত প্যাটেলের এমন পদত্যাগের প্রভাব পড়বে অর্থনীতিতে- এমনটাই বিশ্বাস করেন বিশ্লেষকরা। তা ছাড়া ভারতের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়েও উদ্বেগ বেড়েছে। অক্সফোর্ড ইকোনমিক্সে ইন্ডিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি বিভাগের প্রধান প্রিয়াঙ্কা কিশোর বলেন, উরজিত প্যাচেলের পদত্যাগকে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও তার পদত্যাগে আরবিআই এর নেতৃত্ব এবং এই মূহুর্তের নীতির বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status