দেশ বিদেশ

রাজেন্দ্রপুর সেনানিবাসে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু

স্টাফ রিপোর্টার

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশগুলোর প্রতিনিধিদের ‘অপারেশনমূলক প্রস্তুতি অর্জন’- শীর্ষক দুই দিনব্যাপী বহুজাতিক সেমিনার রাজেন্দ্রপুর সেনানিবাসে শুরু হয়েছে। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) সার্বিক তত্ত্বাবধানে জাতিসংঘ সদর দপ্তরের ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিভাগ’ এ সেমিনারের আয়োজন করে। শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশসমূহ জাতিসংঘ মিশনে নিয়োজিত হওয়ার পূর্বে আভিযানিক প্রস্তুতির নিশ্চয়তা এবং দক্ষতা বৃদ্ধির মূল বিষয়গুলো সম্পর্কে মতবিনিময়ই এ সেমিনারের মূল লক্ষ্য। আইএসপিআর জানিয়েছে,  সেমিনারে ১৮টি দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ ছাড়াও জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞগণ মিলিয়ে ৫৫ জন বিদেশি এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সেমিনারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জাতিসংঘ সদর দপ্তরের পক্ষ থেকে মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন, অফিস অব মিলিটারি এফেয়ার্স-এর সহকারী সামরিক উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের পক্ষে গ্লোবাল পিস অপারেশনস্‌ ইনিশিয়েটিভ-এর ট্রেনিং প্রোগ্রাম ম্যানেজার মি. ল্যারি সুইফট এবং দেশ-বিদেশের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক আমন্ত্রিত অতিথিবৃন্দ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, কাজাকস্থান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউএসএ এবং ভিয়েতনাম সেমিনারে অংশগ্রহণ করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status