বাংলারজমিন

দেশকে বাঁচাতে হবে- সুলতান মনসুর

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৫৫ পূর্বাহ্ন

 এই দেশ আপনাদের। আপনারাই দেশের মালিক। দেশের এই চরম ক্রান্তিলগ্নে আপনাদেরই এগিয়ে আসতে হবে। আপনাদেরকেই সোচ্চার হতে হবে। দেশ, জাতি ও মানুষের কল্যাণে ঘুমন্ত বিবেক জাগাতে হবে। দেশকে বাঁচাতে হবে। সোমবার বিকালে ঐতিহ্যবাহী কুলাউড়া ডাকবাংলা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় একথা বলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর পরে এই প্রথম আপনাদের সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। নানা ষড়যন্ত্র করে আমাকে রাজনৈতিক নির্বাসনে পাঠানো হয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি। জাতির এই ক্রান্তি লগ্নে আমি আপনাদের সঙ্গে একাত্ম হয়েছি। আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে এই জালিম সরকারকে বিদায় জানাতে চাই, এই দুঃশাসন থেকে মুক্তি পেতে চাই। সুলতান মনসুর বলেন, আসন্ন নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। ২০১৪ সালের সার্কাস মার্কা ভোটারবিহীন সরকার এদেশের জনগণ আর দেখতে চায় না। তিনি বলেন, আপনাদের নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এটা নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব। আমরা সেই আহ্বানই জানাচ্ছি, নির্বাচনের দিন ঘর থেকে বেরিয়ে আসুন। ভোট কেন্দ্রে যান। ভোট নিশ্চিত করুন, পাহারাদার হিসেবে তা রক্ষাও করুন। ধানের শীষ হাতে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ৩০ তারিখে ভোটের মাধ্যমে এই প্রতীককেই বিজয়ী করবেন ইনশাআল্লাহ। নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ শওকতুল ইসলাম শকুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাবেক তিনবারের সংসদ সদস্য, জাতীয় পার্টি (কাজী জাফর) দলের অন্যতম কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। কুলাউড়া উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, তাঁতীদল, মুক্তিযোদ্ধাদলসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status