বাংলারজমিন

খুলনার তিনটি আসনে মুখোমুখি আওয়ামী লীগ-জাপা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনের মধ্যে ৩টি আসনে মহাজোটের প্রার্থী নিয়ে জট তৈরি হয়েছে। খুলনা-১, ৫ ও ৬ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল মনোনীত বিএনপি-জামায়াতের ধানের শীষের একক প্রার্থীতে তারা ফুরফুরে মেজাজে প্রতীক পেয়ে কাজ শুরু করেছেন। গত রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে খুলনা-১, ৫ ও ৬ আসনে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির প্রার্থীরা বহাল থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
খুলনার ৬টি আসনে যারা চূড়ান্তভাবে প্রার্থী হয়েছেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বটিয়াঘাটা আওয়ামী লীগের সভাপতি পঞ্চানন বিশ্বাস (নৌকা), জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমীর এজাজ খান (ধানের শীষ), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর  মো. আবু সাঈদ (হাতপাখা), সিপিবি’র অশোক কুমার সরকার (কাস্তে)।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র  শেখ সালাহ উদ্দীন (নৌকা), মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো: আবদুল আউয়াল (হাতপাখা), জাকের পার্টির কেএম ইদ্রিস আলী বিল্টু (গোলাপ ফুল), গণফ্রন্টের মনিরা বেগম (মাছ), সিপিবি’র এইচএম শাহাদাৎ (কাস্তে) ও বিএনএফ’র এসএম সোহাগ  (টেলিভিশন)।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান (নৌকা), বিএনপি’র রকিবুল ইসলাম বকুল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. মুজাম্মিল হক (হাতপাখা), জাকের পার্টির এসএম সাব্বির হোসেন (গোলাপ ফুল) ও বাসদের জনার্দন দত্ত (মই)।
খুলনা-৪ (দিঘলিয়া-তেরখাদা-রূপসা) আসনে আওয়ামী লীগের আবদুস সালাম মুর্শেদী (নৌকা), বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ শেখ (হাতপাখা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেএম আলী দাদ (কোদাল), বিএনএফ’র শেখ হাবিবুর রহমান (টেলিভিশন) ও জাকের পার্টির আনসার আলী (গোলাপ ফুল)।
খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (ধানের শীষ), জাতীয় পার্টির জেলার সাংগঠনিক সম্পাদক মো. শহীদ আলম (লাঙ্গল), সিপিবি’র চিত্ত রঞ্জন গোলদার (কাস্তে) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান (হাতপাখা)।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী নূর আহমাদ (হাতপাখা), জাকের পার্টির শেখ মুর্তজা আল মামুন (গোলাপ ফুল), সিপিবি’র সুভাষ চন্দ্র সাহা (কাস্তে) ও বিএনএফ’র মির্জা গোলাম আজম ওরফে মির্জা আজম (টেলিভিশন)।
জাতীয় পার্টির খুলনা জেলার সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, দল থেকে খুলনার ৬টি আসনের ৩টিতে পার্টির তিনজন উন্মুক্ত প্রার্থী ঘোষণা করেছেন। আমরা লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, মহাজোটের কোন শরিক দলের প্রার্থী থেকে গেলেও এ অঞ্চলে নৌকার ভোটে কোনো প্রভাব পড়বে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status