বাংলারজমিন

হবিগঞ্জে প্রতীক পেলেন ২৩ প্রার্থী

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:১১ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার মাহমুদুল কবীর মুরাদ এ প্রতীক বরাদ্দ দেন। আসন অনুযায়ী প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) ৬ জন : গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (আওয়ামী লীগ, নৌকা), ড. রেজা কিবরিয়া (ঐক্যফ্রন্ট/গণফোরাম, ধানের শীষ), মোহাম্মদ আতিকুর রহমান (জাতীয় পার্টি, লাঙ্গল) চৌধুরী ফয়সল শোয়েব (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, মই), মো. নুরুল হক (কৃষক শ্রমিক জনতা লীগ, গামছা) জুবায়ের আহমেদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোমবাতি)। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) ৭ জন : আব্দুল মজিদ খান (আওয়ামী লীগ, নৌকা), মাওলানা আব্দুল বাছিত আজাদ (ঐক্যফ্রন্ট, ধানের শীষ), শংকর পাল (জাতীয় পার্টি, লাঙ্গল), আফছার আহমদ রুপক (স্বতন্ত্র, সিংহ), আবুল জামাল মসউদ হাসান (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), এডভোকেট মনমোহন দেবনাথ (কৃষক শ্রমিক জনতা লীগ, গামছা) পরেশ চন্দ্র দাস (ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, আম)। হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) ৫ জন : মো. আবু জাহির (আওয়ামী লীগ, নৌকা), মো. জি কে গউছ (বিএনপি, ধানের শীষ), মোহাম্মদ আতিকুর রহমান (জাতীয় পার্টি, লাঙ্গল), পীযুষ চক্রবর্তী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, কাস্তে), মুহিব উদ্দিন আহমদ সোহেল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা)।
 হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর, ৫ জন) : মো. মাহবুব আলী (আওয়ামী লীগ, নৌকা), আহমদ আব্দুল কাদের (ঐক্যফ্রন্ট/খেলাফত মজলিশ, ধানের শীষ), শেখ মো. সামসুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), মওলানা  ছোলাইমান খান রাব্বানী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোমবাতি), মো. আনছারুল হক (জাকের পার্টি,  গোলাপ ফুল)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status