বাংলারজমিন

রাজবাড়ীতে নির্বাচনী মাঠে সমান সুযোগের দাবি বিএনপি প্রার্থীর

রাজবাড়ী প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:১১ পূর্বাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে সব দলের জন্য সমতল ভূমি সৃষ্টি, নাগরিকদের নির্ভয়ে ভোট প্রদান, মিথ্যা মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি, হয়রানি বন্ধ, অতিউৎসাহী কর্মকর্তাদের বদলি, আরপিও এর বিধান মেনে নির্বাচন পরিচালনা, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা ও সব প্রার্থীদের সমান সুযোগ দিয়ে নিরাপত্তা প্রদানসহ ১০ দফা দাবি উত্থাপন করে গতকাল দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা সাবেক এমপি জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক এমপি জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী মো. নাসিরুল হক সাবু, অ্যাডভোকেট আসাদুজ্জামান লাল, গাজী আহসান হাবিব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি। তিনি নিজ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলার সব নেতাকর্মীকে সব ভেদাভেদ ভুলে গিয়ে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে কাঙ্ক্ষিত বিজয় অর্জনের আহ্বান জানান। লিখিত বক্তব্যে খৈয়ম বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও সাজা দিয়ে প্রবাস জীবন কাটাতে বাধ্য করা হয়েছে। অগণিত নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে দেশে এক নাজুক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত ভরাডুবি হবে জেনেই তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সাহস নেই বলেই নির্বাচনী বৈতরণী পার হতে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চলছে। বক্তব্যে খৈয়ম প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে নিরপেক্ষ দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status