বাংলারজমিন

নেত্রকোনা-২

নৌকার প্রার্থীকে সমর্থন দিলেন নূর খান

নেত্রকোনা প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) আব্দুন নূর খান দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর হাতে স্বাধীনতা ও সমৃদ্ধির প্রতীক ফুলের নৌকা তুলে দিয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। লে. কর্নেল (অব.) নূর খান আওয়ামী লীগের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীর মতো দীর্ঘদিন যাবৎ তার নির্বাচনী এলাকায় দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে বঙ্গবন্ধু সেনা পরিষদ গঠনের মাধ্যমে তৃণমূলপর্যায়ে ব্যাপক গণসংযোগ সভা সমাবেশ করে তার পক্ষে শক্ত অবস্থান তৈরি করেন। দলীয় হাই-কমান্ড সবদিক বিবেচনা করে শেষপর্যন্ত জেলা আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুকে দলীয় মনোনয়ন দিলে নূর খান ও তার সমর্থকদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানানোর পর মনোনয়ন বঞ্চিত লে. কর্নেল (অব.) নূর খান রোববার তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় প্রার্থী আশরাফ আলী খান খসরুর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় নৌকার সমর্থনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, সহসভাপতি লে. কর্নেল (অব.) আব্দুন নূর খান, সাংগঠনিক সম্পাদক পিপি ইফতেখার উদ্দিন আহম্মদ মাসুদ, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রেড ক্রিসেন্টের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, বঙ্গবন্ধু সেনা পরিষদ নেত্রকোনার সহসভাপতি সারোয়ার জাহান রিপন, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক মৃদুল সরকার প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status