বাংলারজমিন

বিএনপির সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়

সুনামগঞ্জ প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

নিরেপক্ষ ও প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য বর্তমান নির্বাচন কমিশনের ইচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির প্রার্থী সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া। গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্টস্থ তার বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন এমন কোনো কাজ করে নাই, যা দেখে মনে হবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করবে। সংবাদ সম্মেলনে ফজলুল হক আছপিয়া আরও বলেন, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। নির্বাচন কমিশনের হাতে অনেক সময় রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে। আমি আশা করি প্রভাবমুক্ত নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কাজ করবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফন্ট্র বিপুল ভোটে সারা দেশে জয়লাভ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপির সহসভাপতি নাদের আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status