বাংলারজমিন

সুনামগঞ্জে ৩২ প্রার্থীর ভোটযুদ্ধ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:০৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ৫টি আসনে ৩২ প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। একাদশ সংসদ নির্বাচনে ওই ৩২ জনের মধ্যে ভোটাররা ভোট দিয়ে তাদের ৫ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপির তিনটি আসনে মনোনীত তিনজন প্রার্থীর মনোনয়ন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাতিল হয়েছে। যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, সুনামগঞ্জ-১ আসনের বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মোস্তাক আহমেদ বাবুল, সুনামগঞ্জ-৩ আসনে ইসলামী ঐক্যজোট প্রার্থী সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. নজরুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনের জেএসডি প্রার্থী দেওয়ান ইস্কান্দর রাজা চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মতিউর রহমান, সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনান ইসলাম হোসেন চৌধুরী এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ। এদিকে, আপিল করে তিনজন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। তারা হলেন সুনামগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস প্রার্থী মো. আজিজুল হক, একই আসনের এনপিপি প্রার্থী দেলোয়ার হোসেন এবং সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী সৈয়দ শাহ মুবাশ্বির আলী। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অতিরিক্ত মনোনয়ন পাওয়া সুনামগঞ্জ-১ আসনের আনিসুল হক, সুনামগঞ্জ-৪ আসনের দেওয়ান জয়নুল জাকেরিন এবং সুনামগঞ্জ-৪ আসনের কলিম উদ্দিন মিলনের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। এখন মাঠে যারা ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন তারা হলেন, সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে হাফিজ মওলানা মুফতি ফখর উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) নজির হোসেন (বিএনপি) বদরুদ্দোজা সুজ (বাংলাদেশ মুসলীম লীগ), মোয়াজ্জেম হোসেন রতন (আওয়ামী লীগ) ও আমান উল্লাহ আমান (জাকের পার্টি)। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মাহমুদ হাসান চৌধুরী (বাংলাদেশ মুসলিম লীগ), আব্দুল হাই (ইসলামী আন্দোলন বাংলাদেশ), গোলজার আহমেদ (গণতন্ত্রী পার্টি), নাসির উদ্দিন চৌধুরী (বিএনপি), ড. জয়া সেনগুপ্তা এবং (আওয়ামী লীগ) নিরঞ্জন দাস (কমিউনিস্ট পার্টি)। সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে এমএ মান্নান (আওয়ামী লীগ), মুহিববুল হক আজাদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সৈয়দ শাহ মুবশ্বির আলী (বাংলাদেশ মুসলিম লীগ), মাহফুজুর রহমান খালেদ (এলডিপি), শাহিনূর পাশা চৌধুরী (জমিয়তে উলামায়ে বাংলাদেশ) ও শাহজাহান চৌধুরী (জাকের পার্টি)। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে তানভীর আহমেদ তাসলিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোহাম্মদ দিলোয়ার (ন্যাশনাল পিপলস পার্টি), মো. কামরুজ্জামান (স্বতন্ত্র), পীর ফজলুর রহমান মিসবাহ (জাতীয় পার্টি), মো. ফজলুল হক আসপিয়া (বিএনপি), মো. আজিজুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস) ও আল হেলাল (বাংলাদেশ মুসলীম লীগ)। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মো. আশরাফ হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), আব্দুল ওয়াদুদ (বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ), মুহিবুর রহমান মানিক (আওয়ামী লীগ), নাজমুল হুদা (জাতীয় পার্টি), শফিক উদ্দিন (খেলাফত মজলিস), আইয়ুব করম আলী (গণফোরাম), হোসাইন আল হারুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মিজানুর রহমান (বিএনপি)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status