বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ আসনে নৌকা, ৬ আসনে ধানের শীষ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:০৮ পূর্বাহ্ন

 শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মহাজোটের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তবে তার প্রতীক নিয়ে এখনো জটিলতা দূর হয়নি। লাঙ্গলের বদলে আপাতত আপেল দেয়া হয়েছে তাকে। মৃধা দলের মনোনয়ন বিমুখ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। আর দলের মনোনয়ন দেয়া হয় তার মেয়ের জামাই রেজাউল ইসলাম ভূঁইয়াকে। এনিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে মনোনয়ন পরিবর্তন হয়। ফলে ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। জেলার অন্য ৫টি আসনের মহাজোট প্রার্থীরা আওয়ামী লীগ দলীয় হওয়ায় তারা নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন। ওদিকে সবক’টি আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীদের সবাই বিএনপি দলীয়। তারা সবাই ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন মঈন পেয়েছেন ‘কলার ছড়ি’ প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা), ঐক্যফ্রন্টের সৈয়দ এ.কে একরামুজ্জামান (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অ্যাড. ইসলাম উদ্দিন দুলাল (মোমবাতি), বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের এ.কে আশরাফুল হক (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের হুসেইন আহম্মদ (পাতপাখা)। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মহাজোটের (জাতীয় পার্টি) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (আপেল), ঐক্যফ্রন্টের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী মো. মাঈন উদ্দিন মঈন (কলার ছড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা মহিউদ্দিন মোল্লা (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জাকির হোসেন (হাতপাখা), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল  (গোলাপফুল), জাতীয় পার্টি জেপির জামিলুল হক বকুল (বাইসাইকেল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. ঈসা খান (কাস্তে), গণফোরামের শাহ মফিজ (উদীয়মান সূর্য), স্বতন্ত্র মো. মুখলেছুর রহমান (গাড়ি)। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মহাজোটের র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা)। ঐক্যফ্রন্টের ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন (হাতপাখা), জাকের পার্টির সেলিম কবির  (গোলাপ ফুল), বাংলাদেশের কমিনিস্ট পাটির্র শাহরিয়ার মো. ফিরোজ (কাস্তে), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা মজিবুর রহমান হামিদী (বটগাছ)। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মহাজোটের অ্যাডভোকেট আনিসুল হক (নৌকা), ঐক্যফ্রন্টের ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. জসিম (হাতপাখা)। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মহাজোটের এবাদুল করিম বুলবুল (নৌকা), ঐক্যফ্রন্টের কাজী নাজমুল হোসেন তাপস (ধানের শীষ), জাতীয় পার্টির কাজী মো. মামুনুর রশিদ (লাঙ্গল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শাহ জিকরুল আহম্মেদ (মশাল), বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মাওলানা মেহেদী হাসান (মিনার), বাংলাদেশের কমিনিস্ট পার্টির মো. শাহীন খান (কাস্তে), জাকের পার্টির মো. রশিদ উল্লাহ (গোলাপ ফুল)। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. উসমান গণি রাসেল (হাতপাখা)। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মহাজোটের ক্যাপ্টেন (অব:) এ.বি.তাজুল ইসলাম নৌকা), ঐক্যফ্রন্টের এম.এ খালেক (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. রেজুয়ান ইসলাম খান (হাতপাখা),বাংলাদেশের কমিনিষ্ট পার্টির সৈয়দ মোহাম্মদ জামাল (কাস্তে)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status