বিনোদন

আরো তিন উৎসবে ‘কমলা রকেট’

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১:৩৬ পূর্বাহ্ন

গত মাসেই ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’। এটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। এদিকে চলতি মাস ও আগামী ফেব্রুয়ারিতে এই ছবিটি প্রদর্শন হবে ভারত ও নেপালের আরো তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। নির্মাতা জানান, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২১শে ফেব্রুয়ারি থেকে। ৩২টি দেশের স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসবটি চলবে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই উৎসবেই বাংলাদেশ থেকে একমাত্র ফিচার ফিল্ম হিসেবে মনোনীত হয়েছে ‘কমলা রকেট’। ১৬তম চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১৩ই ডিসেম্বর থেকে। উৎসবটি চলবে ২০শে ডিসেম্বর পর্যন্ত। আর এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘কমলা রকেট’। একই মাসে মুম্বাইয়ে অনুষ্ঠেয় থার্ড আই ১৭তম এশিয়ান ফিল্ম ফেস্টিভালেও দেখানো হবে ‘কমলা রকেট’। ১৪ ডিসেম্বর থেকে ২০শে ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্রের এই উৎসব। উৎসবের শেষ দিন দেখানো হবে ‘কমলা রকেট’। আসলে ফেস্টিভালে পুরস্কার প্রাপ্তির চেয়ে ছবিটির প্রশংসা পাওয়াই আমার জন্য বিরাট প্রাপ্তির বিষয়। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status