বিশ্বজমিন

তেরেসা মে’র সতর্কতা

মানবজমিন ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১:২৩ পূর্বাহ্ন

পার্লামেন্ট ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করলে সরকারের পতন হতে পারে। এমন কি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরুতে নাও পারে বৃটেন। ক্ষমতায় আসতে পারে বিরোধী লেবার দল। রোববার এমন সতর্কতা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত মাসে তেরেসা মে ব্রাসেলসে ব্রেক্সিট নিয়ে একটি খসড়া চুক্তি স্বাক্ষর করেন। এর ওপর মঙ্গলবার বৃটিশ পার্লামেন্টে ভোট। সেই ভোটে তার সরকার ভয়াবহভাবে পরাজিত হতে পারে বলে আশঙ্কা করছেন তেরেসা মে। তার প্রেক্ষিতেই তিনি ওই সতর্কতা দিয়েছেন।

মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, এই ভোট বিলম্বিত করতে তেরেসা মে’র ওপর মন্ত্রীপরিষদ থেকে চাপ রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বৃটেনের। কিন্তু মন্ত্রীপরিষদ চাইছে তার আগেই তিনি আরও দর কষাকষির জন্য ব্রাসেলস উড়ে যান। তবে ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী স্টিফেন বারক্লে বলেছেন, ভোট হবে। তেরেসা মে বলেছেন, যদি ‘নো ব্রেক্সিট’-এর পক্ষে ভোট পড়ে তাহলে জাতি এক ভয়াবহ অনিশ্চিত পরিস্থিতিতে পড়ার প্রচন্ড ঝুঁকি রয়েছে। বিরোধী দলে একজন নেতা আছেন। তিনি শুধু একটি জাতীয় নির্বাচন দেয়ার দাবি ছাড়া আর কিছু চিন্তা করেন না।

২০১৬ সালের জুনে ব্রেক্সিট ইস্যুতে বৃটেনে গণভোট হয়। তাতে ব্রেক্সিটের পক্ষে শতকরা ৫২ ভাগ ও বিপক্ষে ৪৮ ভোট পড়ে। তার এক মাস পরে ক্ষমতায় আসেন তেরেসা মে। তারপর থেকেই তিনি দেশের বড় এই সঙ্কট মোকাবিলা করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status