দেশ বিদেশ

প্রার্থিতায় ফিরতে হাইকোর্টে দৌড়ঝাঁপ

দু’জনের রিট খারিজ দণ্ডিত ৩ জনের আদেশ আজ

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১০:২১ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনে করা আপিলে চূড়ান্তভাবে প্রার্থিতা হারানো প্রার্থীরা এখন উচ্চ আদালতমুখী। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করছেন তারা। গতকাল পৃথক ২২টি রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে। আইনি লড়াইয়ে হেভিওয়েট প্রার্থী যেমন রয়েছে তেমনি রয়েছে অচেনা স্বতন্ত্র প্রার্থীও। আপিলে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত হওয়ার পরদিনই তারা ছুটে যান আদালতে। রিট আবেদনকারী হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির সদস্য মহাসচিব পদ হারানো রুহুল আমিন হাওলাদারের রিট আবেদনের শুনানি আজ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের রিট আবেদনের শুনানি গতকাল হয়নি। আজ হাইকোর্টে এ বিষয়ে শুনানি হবে। বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান ও ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থীর আবদুল লতিফ জনির রিট আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকলো বলে জানিয়েছেন সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ খারিজ আদেশ দেন। অপরদিকে বিএনপি মনোনীত ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আবদুল ওয়াদুদ ভূঁইয়ার রিট আবেদনের আদেশ দিবেন হাইকোর্টের একই বেঞ্চ। দণ্ডিত হওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে শুনানিতে যুক্তি দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পক্ষে সম্প্রতি দেয়া হাইকোর্টের রায় এবং আপিল বিভাগের আদেশের বিষয়টি তুলে ধরে রাষ্ট্রপক্ষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status