এক্সক্লুসিভ

৩৫টি আসনে লড়ছে যুক্তফ্রন্ট

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৪১ পূর্বাহ্ন

 একাদশ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়া বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ৩৫টি আসনে লড়ছে। এর মধ্যে ৩টি আসনে নির্বাচন করছে আওয়ামী লীগের  নেতৃত্বাধীন জোটের সঙ্গী হয়ে। সূত্র জানায়, বিকল্পধারা আওয়ামী লীগের কাছে ২৫টি আসন দাবি করেছিল। অনেক দরকষাকষির পর মহাজোট তাদেরকে শেষ পর্যন্ত তিনটি আসন ছাড় দিতে রাজি হয়। বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) এম এ মান্নানকে লক্ষ্মীপুর-৪, মাহী বি. চৌধুরীকে মুন্সীগঞ্জ-১ এবং সদ্য যোগ দেয়া এমএম শাহীনকে মৌলভীবাজার-২ আসনে চূড়ান্ত  মনোনয়ন দেয়া হয়েছে। এদিকে সম্প্রতি বিকল্পধারায় যোগ দেয়া বিএনপির সাবেক নেতা সমশের মবিন চৌধুরীকে কোনো আসন ছাড় দেয়নি মহাজোট। সমশের মবিন চৌধুরী আশাবাদী ছিলেন তাকে সিলেট-৬ আসনটি মহাজোট ছেড়ে  দেবে। আর তিনিই এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে লড়বেন। কিন্তু গতকাল চূড়ান্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বিএনপি ছেড়ে বিকল্পধারায় আসা সাবেক কূটনীতিক সমশের মবিন চৌধুরী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। এ বিষয়ে সমশের মবিন চৌধুরী মানবজমিনকে জানান, আমি সিলেট-৬ আসনে আছি। লড়ে যাবো। তিনি আরো জানান, ৩২টি আসনে তারা লড়ছেন। ওই তিনটি আছে। অর্থাৎ সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রার্থী হিসেবে লড়ছেন সমশের মবিন চৌধুরী। ওই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ প্রার্থী হিসেবে রয়েছেন। তিনি বর্তমানে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের দায়িত্বে রয়েছেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে আসার আগে বিএনপির নেতৃত্বাধীন জোটের কাছে ১৫০ আসন দাবি করেছিল বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। তখন বর্তমান জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডি ও নাগরিক ঐক্য ছিল এ ফ্রন্টের সঙ্গে। আসন নিয়ে আকাশ কুসুম দাবি আর জোটের নীতিনির্ধারণ নিয়ে দ্বিচারিতার কারণে ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টের সঙ্গী হতে পারে নি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status