এক্সক্লুসিভ

২২ আসনে ধানের শীষে লড়বে জামায়াত

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৪০ পূর্বাহ্ন

২০দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী ২২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার চূড়ান্ত চিঠি পেয়েছে। ৩টি আসনে উন্মুক্তভাবে লড়াই করবে দলটি। জোটের সিদ্ধান্তের বাইরে আরো ২৩টি আসনের মনোনয়ন দেয়া হলেও শেষ পর্যন্ত ১৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধতা পেয়েছে। দলের শীর্ষ  নেতারা স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের কথা বলা হলেও গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন কতজন প্রত্যাহার করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় ক্ষুব্ধ দলটির নেতারা। শনিবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে কয়েকটি চিঠিও ফেরত দেয় দলটি। পরে আলোচনার মাধ্যমে গভীর রাতে ফেরত দেয়া চিঠিগুলো নিয়ে যায়। আসন নিয়ে সমঝোতায় শনিবার রাত ৪টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অবস্থান করেন জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা। শনিবার প্রাথমিকভাবে তাদের ২৫টি আসনে ধানের শীষের প্রতীক বরাদ্দের চিঠি দিয়েছিল বিএনপি। পরে জামায়াতকে বরাদ্দকৃত ২৫ আসনের মধ্যে তিনটি আসনে অন্য প্রার্থী দেয়া হয়। এ নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন জামায়াত নেতারা। এদিকে ২২ আসনে চিঠি নিয়ে যাওয়ার সময় তিনটি আসন ওপেন রাখার দাবি জানিয়ে গেছে জামায়াত নেতারা। স্বতন্ত্র ১৭টির মধ্যে অন্তত ৮টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের প্রার্থীরা ভোটের মাঠে থাকবে বলে জানা গেছে।
এ ব্যাপারে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মানবজমিনকে বলেন, জামায়াত ৫০টির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসার মতো জনমত থাকার পরও ২৫টি আসন দেয়া হয়। কিন্তু গতকাল বলা হয়েছে ২২টির বেশি দেয়া যাবে না। শেষ পর্যন্ত ৩টি আসনে ওপেন রেখে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের কথা বলা হয়েছে। বরাবরই আমাদের কোরবানি হতে হয় বলে মন্তব্য করেন তিনি।

যেসব আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের প্রার্থীরা লড়বেন সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-২ আসনে মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ আসনে মাওলানা মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ আসনে মুুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ আসনে মোহাম্মদ আজিজুল ইসলাম, রংপুর-৫ আসনে অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা-১ আসনে মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ আসনে মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ আসনে মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ আসনে অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আসনে আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ আসনে অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনে অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ আসনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে মাওলানা আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনে শামীম সাঈদী, ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান, কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আসনে আ ন ম শামসুল ইসলাম ও কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদ।

বিএনপি ও জামায়াত ওপেনভাবে নির্বাচন করবে সিলেট-৫, সিলেট-৬ এবং সাতক্ষীরা-৩ আসনে। এ তিন আসনে জামায়াত প্রার্থীরা হলেন- সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান এবং সাতক্ষীরা-৩ আসনে মুফতি রবিউল বাশার। এ ছাড়া চট্টগ্রাম-১৬, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও পাবনা-১ তিনটি আসন ওপেন রাখার দাবি জানিয়েছে জামায়াত। অন্যদিকে বিএনপি যে ২২টি আসনের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি এবং রংপুর-৫ আসনে বিএনপি ও নাগরিক ঐক্যের আরো একজন করে প্রার্থীকে চিঠি দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status