বাংলারজমিন

রাজশাহীতে ৬টি আসলে চূড়ান্ত লড়াইয়ে যারা

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৩৫ পূর্বাহ্ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬টি সংসদীয় আসনে শেষ দৌড়ে মোট ১৫ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। ভোটের মাঠে আওয়ামী, বিএনপির প্রার্থীছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের দুজন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন থাকলেন। সদর আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। ১৫ জন প্রার্থীর মধ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ওমর ফারুক চৌধুরী (আ.লীগ) ও ব্যারিস্টার আমিনুল হক (বিএনপি)। রাজশাহী-২ (সদর) আসনে ফজলে হোসেন বাদশা (মহাজোট) ও মিজানুর রহমান মিনু (বিএনপি)। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আয়েন উদ্দিন (আ.লীগ), অ্যাডভোকেট শফিকুল হক মিলন (বিএনপি) ও আতিকুর রহমান আতিক (স্বতন্ত্র)। রাজশাহী-৪ (বাগমারা) আসনে ইঞ্জিনিয়ার এনামুল হক (আ.লীগ), আবু হেনা (বিএনপি) ও তাজুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ডা. মনসুর রহমান (আ.লীগ) ও অ্যাডভোকেট নাদিম মোস্তফা (বিএনপি)। এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে শাহরিয়ার আলম (আ.লীগ), আবু সাঈদ চাঁদ (বিএনপি) এবং আব্দুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status