বাংলারজমিন

ফরহাদ আউট নুরুর রহমান ইন

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

বরিশাল-৪ আসনে ফরহাদ আউট, নুরুর রহমান ইন করায় বিস্মিত হয়েছে সর্বমহল। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এমন একটি আসনে সাবেক এমপিকে বাদ দিয়ে ঐক্যফ্রন্টকে আসনটি ছেড়ে দেয়ায় তৃণমূলপর্যায়ে ক্ষোভ দানা বেঁধেছে।  
আগেই গুঞ্জন রটেছিল নাগরিক ঐক্যের এম নুরুর রহমান বরিশাল-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তবে, এ আসনটি বিএনপির অত্যন্ত শক্তিশালী ঘাঁটি হওয়ায় গুঞ্জনকে গুঞ্জন হিসেবেই নিয়েছিল নেতাকর্মীরা। ২০০৮ সালের ৯ম জাতীয় নির্বাচনে বিএনপি বরিশালের ২১টি আসনের মধ্যে ২টিতে জয় লাভ করে। একটি বরিশাল-৫ অপরটি বরিশাল-৪। বরিশাল-৪ আসন থেকে তরুণ নেতা মেজবা উদ্দিন ফরহাদ জয়লাভ করেছিলেন। এরপর গত ১০ বছরে তিনি এলাকায় অসংখ্যবার  প্রতিপক্ষের হাতে হামলা-মামলার শিকার হন। ধারণা করা হচ্ছিল ফরহাদের মনোনয়ন নিশ্চিত। কিন্তু বেশ কয়েকদিন আগেই গুঞ্জন রটে এ আসনটি নাগরিক ঐক্যকে দিচ্ছে বিএনপি। আর নাগরিক ঐক্যের পক্ষে লড়বেন মেহেন্দিগঞ্জেরই সন্তান কেএম নুরুর রহমান। তবে, ত্যাগী নেতা ফরহাদের বেশ জনসমর্থন রয়েছে এলাকায়। এ অবস্থায় প্রার্থী পরিবর্তনে আসনটিতে জয়লাভ করা নিয়ে যথেষ্ট সন্দিহান কর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status