বাংলারজমিন

রংপুর-১

নাগরিক ঐক্যের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:০৭ পূর্বাহ্ন

 রংপুর-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের শাহ রহমাতুল্লাকে মনোনয়ন দেয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আলটিমেটাম দিয়েছে গঙ্গাচড়া উপজেলা বিএনপি। গতকাল  সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে ঘোষণা দেন উপজেলা বিএনপি সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী ওয়াহেদুজ্জামান মাবু। নাগরিক ঐক্যের শাহ রহমাতুল্লা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে, বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা চরমভাবে হতাশ।
ওয়াহেদুজ্জামান মাবু বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী  হিসেবে নাগরিক ঐক্যের শাহ রহমাতুল্লাকে মনোনয়ন দেয়ায় তাকে অবাঞ্ছিত ও আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন বলেন, গঙ্গাচড়ায় সাধারণ মানুষের কাছে যার পরিচিতি নেই এমন ব্যক্তিকে ঐক্যফ্রন্ট নাগরিক ঐক্যের শাহ রহমতুল্লাকে মনোনয়ন দিয়েছে। সাধারণ মানুষ যাকে ভালো করে চিনে না তার পক্ষে ভোট কামনা করা কত কঠিন হবে। এটা খুব হতাশাজনক, বিএনপির ৩ জনেরই ব্যাপক পরিচিতি ছিল।
জানা যায়, এ আসনে বিএনপি থেকে ৩ জনকে মনোনয়ন দেয়া হয়। তারা হলেন- জেলা বিএনপি সাধারণ সম্পাদক রইচ আহমেদ, জেলা বিএনপি সহসভাপতি ও গঙ্গাচড়া উপজেলা বিএনপি সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি উপদেষ্টা মোকাররম হোসেন সুজন। বিএনপি সমর্থক কিংবা অনেকেই আশা করেছিল বিএনপি থেকে মোকাররম হোসেন সুজন কিংবা ওয়াহেদুজ্জামান মাবু চূড়ান্তভাবে মনোনীত হবেন। জেলা রিটার্নিং অফিস থেকে তিনজনের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকে মাঠে কাজও শুরু করে দিয়েছিল তারা। দল থেকে সিগনালও পেয়েছিল। কিন্তু বিধি রাম। শেষ পর্যন্ত নাগরিক ঐক্যের প্রার্থী শাহ রহমাতুল্লাহ।
জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি উপদেষ্টা মোকাররম হোসেন সুজন বলেন, মনোনয়ন দেয়ার পর শেষ মুহূর্তে এসে কেড়ে নিলো। অনেক আশা করেছিল দল তাকে মনোনয়ন দেবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status