এক্সক্লুসিভ

মানিকগঞ্জ-১

মনোনয়নবঞ্চিত দেলোয়ার পরিবার

রিপন আনসারী, মানিকগঞ্জ থেকে

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:০৪ পূর্বাহ্ন

কয়েক দিন ধরেই বিএনপির প্রার্থী নিয়ে নানা ধরনের নাটকের অবসান ঘটলো মানিকগঞ্জ-১ আসনে। নির্বাচন থেকে আউট হয়ে গেল বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পরিবার। চূড়ান্ত প্রার্থী হিসেবে দলীয় টিকিট তুলে দেয়া হয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবীর জিন্নাহর হাতে। চূড়ান্ত মনোনয়নপত্রের দলীয় চিঠি রোববার দুপুরে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম ফেরদৌসের কাছে জমা দেন।
জানা গেছে, দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী দফায় দফায় পরিবর্তন হয়ে আসছিল। এখানে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পরিবার থেকে তার মেজ পুত্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবীর জিন্নাহ ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তবে প্রথম দফায় খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বাদ পড়েছিল। পরে তিন জনকেই দল থেকে মনোনয়নপত্র তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সর্বশেষ ২০৬ জনের তালিকায় চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়ে যান দেলোয়ার হোসেনের পুত্র আবদুল হামিদ ডাবলু এবং  তোজাম্মেল হক। মনোনয়ন পান এস এ কবীর জিন্নাহ। ওই রাতে দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরা বিএনপি কার্যালয়ে হট্টগোল সৃষ্টি করলে একদিন পর নাটকীয়তায় দলীয় মনোনয়ন পরিবর্তন করে দেলোয়ার হোসেনের পুত্র আবদুল হামিদ ডাবলুকে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন নাটক এভাবে আরো জমে উঠে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত। শেষমেশ প্রত্যাহারের শেষদিন দুপুরের পর চূড়ান্ত চিঠি পান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবীর জিন্নাহ।  সেই সঙ্গে নির্বাচন থেকে আউট হয়ে যান মানিকগঞ্জ-১ আসনের ৫ বারের সংসদ সদস্য  দেলোয়ার হোসেন পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন আবদুল হামিদ ডাবলু অনুসারীরা। চূড়ান্ত মনোনয়নের চিঠি জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়ে বিএনপি প্রার্থী এস এ কবীর জিন্নাহ মানিকগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে, এখন ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের বিজয় নিশ্চিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status