বাংলারজমিন

ঢাকা-২০ আসনে ভোটযুদ্ধে বেনজীর-তমিজ

আজাহারুল ইসলাম রাজু, ধামরাই (ঢাকা) থেকে

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:০২ পূর্বাহ্ন

ঢাকা ২০ ধামরাই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঢাকা জেলা ও বায়রার সভাপতি বেনজীর আহমদের সঙ্গে ভোটযুদ্ধ করবেন বিএনপির মনোনীত প্রার্থী এবং নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন। বাঘা এ দুই প্রার্থীর নির্বাচনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। কারন জনপ্রিয়তা দিক থেকে কেউ কারো চেয়ে কম নয়। বেনজীর আহমদের এলাকায় যথেষ্ঠ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। যার কারণে আওয়ামী লীগের দলীয় কোন্দল ভুলে নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়ে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে উঠে পড়ে লেগেছেন। তেমনি ২০০৮ সালে হারানো ঢাকা ২০ ধামরাই আসনটি উদ্ধারে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। দলীয় কোন্দল ভুলে গিয়ে আসন ফিরে পেতে সকল নেতাকর্মীরা তৎপর। যেকোনো মূল্যে বিএনপি আসনটি ফিরে পেতে চায়। বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, হামলা মামলা আর গ্রেপ্তারের ভয়ে তাদের আর পিছু ফেলতে পারবে না। কারণ, বিএনপি এ বছর মনেরমতো প্রার্থী পেয়েছেন। যার গ্রহণযোগ্যতায় বিপুল ভোটে জয়ী হবে। তবে ভোট কেন্দ্রে গিয়ে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করার দাবি তাদের। জানা গেছে, ধামরাইয়ের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও ২০০৮ সালে বিএনপির প্রার্থী ব্যারিস্টার জিয়াউর রহমান খানকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয় আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমদ। দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা আসন উদ্ধারে চ্যালেঞ্জ নিয়ে ভোটের মাঠে নেমেছে তমিজ উদ্দিন। বিএনপির নেতাকর্মীরা মানবজমিনকে জানান, তমিজ একজন পরিছন্ন রাজনীতিবিদ। তার জনপ্রিয়তা ধামরাইয়ে ব্যাপক। তাই আওয়ামীলীগ সরকারের সময়েও তিনি পর পর কয়েকবার বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার জয় ঠেকাতে পারবে না আওয়ামী লীগ।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, বেনজীর আহমদ ধামরাইয়ে আওয়ামী লীগের রাজনীতির জনক হিসেবে পরিচিত। তাই ঘরে ঘরে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকার দেশে যেভাবে উন্নয়ন করছে। এ উন্নয়নের ধারাবাহিকতা চায় ধামরাইবাসী তাই আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ভোটাররা। বিএনপির মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন জানান, আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশমাতা বেগম খালেদা জিয়া আমাকে ধানেরশীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে নামিয়েছেন। আমি তার সম্মান রাখতে বিএনপির সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটযুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে প্রস্তুত। আশা করি ধামরাইবাসী আমাকেই ভোট দেবেন। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জয়ী হব।
আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমদ জানান, আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। গ্রামকে শহরে রূপ দিয়েছে। তাই ধামরাইবাসী সরকারের এ উন্নয়ন ধারাবাহিকতা রাখতে আমাকেই ভোট দেবে। তাই জয় আমার নিশ্চিত বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status