বাংলারজমিন

ধামরাইয়ে গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৮:৪৯ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে এগিয়ে চলছে বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ। গ্রামের লোকজন স্বল্প সময়ে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য তৈরি করা হচ্ছে নতুন নতুন সড়ক। এতে অবহেলিত গ্রামগুলো ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এসব সড়ক উন্নয়নে কাজ করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও এলজিইডি অফিসসহ উপজেলা প্রশাসন। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকল্প দিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করছেন। শনিবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের পর্যটক নগরী হিসেবে পরিচিত চৌটাইল রূপনগর খেয়াঘাট থেকে সুজনের মার্কেট পর্যন্ত একটি ইট সলিং সড়কের উদ্বোধন করা হয়। রাস্তা হবে এমন আনন্দে ওই এলাকার ইউপি মহিলা সদস্য সালমা বেগম নিজের হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়েন। এসময় সুজন মার্কেটের মালিক ব্যবসায়ী সুজনসহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ওই এলাকার ব্যবসায়ী বিল্পব চৌধুরী খোকন ও হাজি বদিউজ্জামান বদি জানান, ধামরাইয়ের গ্রামে এখন শহরের ছোঁয়া লেগেছে। নতুন নতুন সড়ক নির্মাণের কারণে বদলে গেছে গ্রামের মানুষের জীবন চিত্র। স্বল্প সময়ে নির্দিষ্ট স্থানে যেতে পারায় শিক্ষার দিক থেকেও পিছিয়ে নেই গ্রামের ছেলে মেয়েরা। কৃষকরাও এখন তাদের উৎপাদিত কৃষিপণ্যের সঠিক মূল্যে পাচ্ছে। সুজন মার্কেটের মালিক সুজন জানান, এ সড়ক নির্মাণের কারণে এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে। কুল্লা উনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা বোরহান উদ্দিন জানান, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকারের কারনে। এ সরকার গ্রামীণ উন্নয়নের যথেষ্ট তৎপর থাকায় তারা জনপ্রতিনিধি হিসেবে এ কাজ করতে সক্ষম হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম ও এলজিইডি কর্মকর্তা ইউসুব হোসেন জানান, তাদের প্রকল্প বাস্তবায়নের কারণে ধামরাইয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। বদলে গেছে গ্রামীণ মানুষের চালত্রি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status