বিনোদন

গানে গানে মাদকবিরোধী আহ্বান

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৮:৩৬ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ। শিল্পীদের গানে গানে মুখরিত পুরো মঞ্চ। এভাবেই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত কনসার্টে জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের গান উপভোগ করেন আট সহস্রাধিক দর্শক। গানে গানে তরুণদের মাদকের বিরুদ্ধে থাকার আহ্বান জানান শিল্পীরা। শনিবার বিকালে অনুষ্ঠিত এই কনসার্টে দর্শক শ্রোতার সমাগম হতে থাকে বিকাল ৩টার পর থেকে। অনুষ্ঠান শুরু হয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। আয়োজনের মূল পর্বে ব্যান্ড সংগীত শিল্পীরা একে একে গানের আসর জমাতে শুরু করেন। দেশীয় ব্যান্ড দল ‘ব্ল্যাক’, ‘পাওয়ারসার্জ’, ‘ওউন্ড’ ও ‘পার্পল হেইজ’ তরুণ দর্শকদের উদ্দেশে গান পরিবেশন করেন। গান শুরুর আগে সকলে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সদ্য প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। এরপর ‘পার্পল হেইজ’ তাদের দর্শকপ্রিয় গানগুলো মঞ্চে গেয়ে শোনায়। পরবর্তী পর্বে মঞ্চে উঠে ‘ওউন্ড’। ‘ভাবান্তর’, ‘আসক্তি’, ‘গর্ভ’ সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করে তারা। ‘পাওয়ার সার্জ’- এর গানও পুরোটা সময় বুঁদ করে রাখে দর্শকদের। সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চে উঠে প্রখ্যাত ব্যান্ডদল ব্ল্যাক। ‘আমার পৃথিবী’, ‘উৎসবের পর’-এর মতো জনপ্রিয় গানগুলো ছাড়াও ব্যান্ডটি তাদের নতুন অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করে। ব্ল্যাকের জাদুকরী পারফর্মেন্সের মধ্য দিয়ে পর্দা নামে এই আয়োজনের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status