খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির দ্রুততম ১ হাজার

স্পোর্টস ডেস্ক

৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে রান পান না, বিরাট কোহলি এই অপবাদ ঘোচান আগের সফরেই। ২০১৪-১৫ সালে চার ম্যাচের ৮ ইনিংসে চার সেঞ্চুরির সাহায্যে ৬৯২ রান করে সমালোচনার জবাব দেন তিনি। এবার অস্ট্রেলিয়া সফরের শুরুতেও আলোচনায় কোহলি। অ্যাডিলেডে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বড় ইনিংস খেলতে না পারলেও একাধিক রেকর্ডে নাম লেখান ভারত অধিনায়ক। গতকাল ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড (১৮ ইনিংস) গড়েন এই ব্যাটিং জিনিয়াস। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। নাম লেখান স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের পাশে। ১৯ ইনিংসে ১ হাজার রান করে আগের রেকর্ড ছিল ভারতের লক্ষ্মণের। টেন্ডুলকারের লেগেছিল ২২ ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে সব মিলিয়ে সফরকারী ব্যাটসম্যানের মধ্যে দ্রুততম এক হাজার রানের রেকর্ডে ভাগ বসান কোহলি। কোহলির মতোই ১৮তম ইনিংসে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের কেন ব্যারিংটন। আর অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে যান কোহলি। নিজ দেশে ১০ টেস্টে চার অঙ্কের ঘরে পৌঁছান ব্র্যাডম্যান। কোহলি পৌঁছে গেলেন নবম টেস্টে। আর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে ভালো শুরু পায় ভারত। চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে গতকাল তৃতীয় দিন শেষে ১৬৬ রানের লিড নেয় কোহলির দল। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার ২০০ বা তার বেশি রান তাড়া করে একমাত্র জয়ের স্মৃতি ১৯০২ সালের। দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৫১/৩। গতকাল মাইলফলক থেকে মাত্র ৫ রান দূরে ছিলেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী ২৮তম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান করেন তিনি। রেকর্ড গড়ে বেশিদূর যেতে পারেননি কোহলি। তৃতীয় দিনের শেষদিকে চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলির তৃতীয় উইকেট জুটি (৭১) ভেঙে মূল্যবান ব্রেকথ্রু এনে দেন নাথান লায়ন। ৫৮তম ওভারের প্রথম বলেই ব্যাট-প্যাড হয়ে লেগ-শর্টে অ্যারন ফিঞ্চের তালুবন্দি হন কোহলি (৩৪)। এতে টেস্টে কোহলিকে সর্বাধিক ৬ বার আউট করার রেকর্ড গড়েন অফস্পিনার লায়ন। ছাড়িয়ে যান ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে। রেকর্ড গড়ার পথে ভারতের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে অ্যাওয়ে ম্যাচে ২ হাজার রান পূর্ণ করেন কোহলি। আর বিশ্বের পঞ্চম টেস্ট অধিনায়ক হিসেবে হোম ও অ্যাওয়ে টেস্টে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। নাম লেখান অ্যালান বোর্ডার, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ ও অ্যালিস্টার কুকের পাশে। কোহলির বিদায়ে প্রথম ইনিংসের লড়াকু সেঞ্চুরিয়ান পুজারা ৪০ ও আজিঙ্কা রাহানে ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। প্রথম ইনিংসে ১৫ রানের লিড পায় ভারত। গতকাল ১৯১/৭ সংগ্রহ নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের (১৫) সঙ্গে ২৭ রানের জুটি গড়ার পর নবম উইকেটে লায়নকে নিয়ে আরও ৩১ রান যোগ করেন হেড। ব্যক্তিগত ২৪ রানে অপরাজিত থাকেন লায়ন। এর আগে দলীয় ১২৭ রানে ৬ উইকেট হারানোর পর প্যাট কামিন্সের (১০) সঙ্গে ৫০ রানের জুটি গড়েন হেড। হেডের ৭২ রানের ধৈর্যশীল ইনিংসেই ৯৮.৪ ওভারে ২৩৫ রানে থামে অজিদের প্রথম ইনিংস। তিনটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ। দুটি করে পান ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট
টস: ভারত (ব্যাটিং)
ভারত: ২৫০ ও ৬১ ওভারে ১৫১/৩
অস্ট্রেলিয়া: ২৩৫
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status