এক্সক্লুসিভ

চট্টগ্রাম-২

সম্পদশালী নজিবুল সচ্ছল খুরশীদ জামিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৮ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:১৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য মহাজোটের মনোনীত প্রার্থী নজিবুল বশর মাইজভাণ্ডারী একজন সম্পদশালী। আর বিএনপির মনোনীত প্রার্থী ডা. খুরশীদ জামিল চৌধুরী সচ্ছল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে।

খুরশীদ জামিল চৌধুরী তার হলফনামায় বছরে ৪১ লাখ ৯৩ হাজার ৫০১ টাকা আয় দেখিয়েছেন। এরমধ্যে নিজের নামে ২৩ লাখ ৫৪ হাজার ৮৫৮ টাকা এবং নির্ভরশীলদের আয় ১৮ লাখ ৩৮ হাজার ৬৪৩ টাকা।
আয়ের বিবরণীতে তিনি উল্লেখ করেন বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া বাবদ বার্ষিক আয় ৮ লাখ ৮৮ হাজার ৪১ টাকা। পেশা থেকে আয় এক লাখ ২৬ হাজার টাকা। চাকরি থেকে আয় ৬ লাখ ১২ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে আয় ৩ লাখ ৯৪ হাজার ৮০৫ টাকা। এ খাত থেকে নির্ভরশীলদের আয় ৫ লাখ ৭ হাজার ৬০০ টাকা। এছাড়া নির্ভরশীলদের আয় ১৩ লাখ ৩১ হাজার ৪৩ টাকা। অন্যান্য হিসেবে পেনশন থেকে আয় ৩ লাখ ৩৪ হাজার ১২ টাকা। মহাজোটের মনোনীত প্রার্থী তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী আয় দেখিয়েছেন ৬০ লাখ ৪৬ হাজার ৩০৭ টাকা। যা ৫ বছরে বেড়েছে ৩ দশমিক ৯৪ গুণ বেশি। অস্থাবর সম্পদের আর্থিক পরিমাণ দেখিয়েছেন ৩০ কোটি ৯৬ লাখ ৩ হাজার ১৭০ টাকা। যা ৫ বছরের ব্যবধানে ২ দশমিক ২৪ গুণ বেশি।

বার্ষিক আয় উল্লেখ করেছেন, বাড়ি এপার্টমেন্ট দোকান ভাড়া থেকে স্ত্রীর আয় ৪ লাখ ৭ হাজার ৪০ টাকা। ব্যবসা খাতে নিজের আয় ১০ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা। নির্ভরশীলদের মধ্যে বড় ছেলের আয় ৩ লাখ ৩৫ হাজার টাকা। ছোট ছেলের আয় ৭ লাখ ২২ হাজার ২৮০ টাকা। নিজের নামে শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা। এ খাতে নির্ভরশীলদের মধ্যে স্ত্রীর আয় ৬ হাজার ৫৪৯ টাকা। বড় ছেলের আয় ৪,৫৬৯ টাকা। ছোট ছেলের আয় ১৬,৬৩৪ টাকা। অন্যান্য আয়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে সম্মানী পান বছরে ২৪ লাখ ৫৯ হাজার ২৩৫ টাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status