দেশ বিদেশ

ট্র্যাক টু ডিপ্লোমেসি

মিয়ানমারের থিঙ্কট্যাঙ্ক প্রতিনিধিরা ঢাকায়, যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে

কূটনৈতিক রিপোর্টার

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১:৩৭ পূর্বাহ্ন

‘ট্র্যাক টু ডিপ্লোমেসি’র অংশ হিসাবে রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনায় ঢাকায় এসেছে মিয়ানমারের শীর্ষ থিঙ্কট্যাঙ্কের ৫ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) এর আমন্ত্রণে ঢাকায় আসা মিয়ানমার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (এমআইসিস) এর সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক এবং কৌশলগত জ্ঞান বিনিময় এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। তারা তাদের কাউন্টার পার্ট বিস ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা, মতবিনিময় এবং বৈঠকাদিতে মিলিত হচ্ছেন। গতকাল সফরের প্রথম দিনে তারা পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধি দলের নেতা কারলি এন চিত থা নেতৃত্ব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেখানে গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দেশটির ধর্মমন্ত্রী থুরা উ’র বাংলাদেশ, ইসলাম ধর্ম এবং প্রত্যাবাসন বিরোধী সাম্প্রতিক ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের বিষয়টি। ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানাতে রাষ্ট্রদূতকে তলব করে দুদিন আগেই মিয়ানমারকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। থিঙ্কট্যাঙ্ক প্রতিনিধি দলটি কক্সবাজার যাচ্ছে জানিয়ে এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও রাখাইন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। গত বছরের ২২শে আগস্ট সহযোগিতা বাড়াতে বিস ও এমআইসিস-এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ওই সমঝোতার আওতায় এখন প্রতিষ্ঠান দু’টির মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সফর বিনিময় হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status