এক্সক্লুসিভ

সরাইলে যেতে পারছেন না জাপা প্রার্থী রেজাউল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:৩৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মহাজোটের মনোনয়ন পেয়েছেন জাপার চেয়ারম্যান এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। মনোনয়ন জমা দিয়েছেন জেলা সদরে। ৯দিন পেরিয়ে গেছে। এখানো নির্বাচনী এলাকায় আসতে পারছেন না রেজাউল। গত শনিবার সরাইলে আসার ঘোষণা দিয়েও শ্বশুর সমর্থকদের অবস্থানের কারণে বিশ্বরোডের একটি হোটেলে সভা করে চলে গেছেন। গত বুধবার সন্ধ্যায় ঢাকার বনানীতে জাপার কেন্দ্রীয় অফিসে সরাইল জাপার শতাধিক নেতাকর্মী রেজাউল বিরোধী স্লোগান দিয়েছেন। দলীয় ও স্থানীয় সূত্র জানায়, মহাজোট থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন পেয়েছেন ৪ আসনের বাসিন্দা আখাউড়া উপজেলার রেজাউল। বাদ পড়েছেন দুইবারের এমপি জিয়াউল। রেজাউল বর্তমান এমপি জিয়াউলের মেয়ের জামাতা। মনোনয়নকে কেন্দ্র করে জামাই-শ্বশুরের দ্বন্দ্ব ও দূরত্ব বাড়তে থাকে। জিয়াউল সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়েছে। রেজাউল সরাইল যাবেন এমন খবরে উত্তেজিত হয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছে। সংঘাতের শঙ্কায় পুলিশ মোতায়েন হয়েছে। এসব কারণে রেজাউল মনোনয়ন জমার ৯ দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সরাইলে যেতে পারছেন না। দলীয় মনোনয়নও তিনি জমা দিয়েছেন জেলা শহরে বসে। এখন পর্যন্ত ২ আসনে রেজাউলের কোনো গণসংযোগও চোখে পড়ছে না। দলীয় নেতা কর্মীদের মধ্যে কেমন যেন একটা গাঁ-ছাড়া ভাব। উদ্বেগ উৎকণ্ঠ। এ ঘটনায় মহাজোটের নেতৃত্বে থাকা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও চুপসে আছে। সুযোগে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপি ও অন্য দলের প্রার্থীরা। গত বুধবার সন্ধ্যায় জিয়াউল হক মৃধার নেতৃত্বে সরাইল ও আশুগঞ্জ উপজেলা জাপার নেতাকর্মীরা দলের নবনিযুক্ত মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে কেন্দ্রীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা ওই অফিসে রেজাউলকে দেখামাত্র তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। জিয়াউল সমর্থকরা এখনো মনে করছেন জামাই-শ্বশুরের দ্বন্দ্ব নিরসন করে মহাজোট এ আসনে জিয়াউল হক মৃধাকেই সমর্থন দিবে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, আমি সরাইলে তিনদিন গিয়ে আসছি। কেন্দ্রীয় অফিসে আমার বিরুদ্ধে স্লোগান দিতে আমি শুনিনি। মহাজোট নেত্রী শেখ হাসিনা ও জাপার চেয়ারম্যান এরশাদ মিলে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমাদের বিষয়টি অতি দ্রুত রাজনৈতিক ও পারিবারিক ভাবে নিষ্পত্তি হয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status