এক্সক্লুসিভ

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেশের কোথাও নেই: মওদুদ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:৩৪ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ধানের শীষের জোয়ার উঠেছে, ধানের শীষের জোয়ার দেখে সরকারি দল বেপরোয়া। এ কারণে তারা ক্রমাগত নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন নিশ্চুপ। সরকারি দল অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। রাতে বোমা  ফোটানো হয় মানুষকে আতঙ্কিত করার জন্য। যেখানে যাই, মানুষ ক্ষেত থেকে উঠে এসে জিজ্ঞেস করে ভোটের দিন ভোট দিতে পারবো কিনা। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার শাহাজির হাট ইউনিয়নে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সিনিয়র এ আইনজীবী আরো বলেন, সুষ্ঠু নির্বাচন করার বিন্দুমাত্র পরিবেশ দেশের কোথাও নেই। আমার নির্বাচনী এলাকায় আইনের প্রয়োগ দুইভাবে হচ্ছে। সরকারি দলের জন্য আরচণবিধি প্রয়োগ হয় না। কিন্তু আমার বেলায় আচরণবিধি প্রয়োগ করার জন্য পুলিশ ও নির্বাচনী কর্মকর্তারা অতি উৎসাহী। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে বর্তমান সরকারের পরিবর্তন হবে। দেশের মানুষ খুশি হবে এবং শান্তি পাবে। এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হুদা ফরহাদ, আলতাফ হোসেন দুলাল, জাকের হোসেন সেলিম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status