এক্সক্লুসিভ

বাছাইয়ের জন্য তিন প্রার্থীর মনোনয়ন গ্রহণের নির্দেশ

স্টাফ রিপোর্টার

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-১ ও ২ আসনের গণফোরাম মনোনীত প্রার্থী আইনজীবী এম ডি আজহারুল ইসলাম ও এম শফিউর রহমান খান বাচ্চু এবং ঢাকা-১৬ আসনের স্বতন্ত্র প্রার্থী বিহারী ক্যাম্পের নেতা সাদাকাত খান ফাক্কুর মনোনয়নপত্র ১২ ঘণ্টার মধ্যে জমা নিয়ে তা যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে ফেনী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী জয়নাল হাজারীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশনার রিট কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। অন্য তিন প্রার্থীর পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মনোনয়ন জমা নেয়ার এ আদেশ দেন। জয়নাল হাজারীর রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন একই আদালত।
আদালতে গণফোরামের দুই প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী রাজি উদ্দিন সারোয়ার। সাদাকাত খান ফাক্কুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক। জয়নাল হাজারীর পক্ষে ছিলেন আইনজীবী সাইদুর ইসলাম সুমন।
গত ২৮শে নভেম্বর ওই তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেলেও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তা গ্রহণ করেননি। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাড়া না পাননি তারা। শেষ পর্যন্ত প্রতিকার চাইতে উচ্চ আদালতে রিট করেন। এ রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এসব মনোনয়নপত্র জমা নিয়ে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status