খেলা

লজ্জা নিয়ে মিশন শুরু সোহানদের

স্পোর্টস ডেস্ক

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২৩ পূর্বাহ্ন

লজ্জাজনক হার নিয়ে এসিসি ইমার্জিং কাপ মিশন শুরু করলো সোহান বাহিনী। গতকাল করাচিতে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৯৭ রানে হার দেখে বাংলাদেশ ইমার্জিং দল। ২৬৮ রানের টার্গেটে ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ ইমার্জিং দলের ৬ ব্যাটসম্যান। দলের  লেজের দিকের দুই ব্যাটসম্যান ৩০-ঊর্ধ্ব রানের ইনিংস না খেললে লজ্জা বাড়তো সোহানদের। করাচির সাউদেন্ড ক্লাব ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেন আরব আমিরাতের অধিনায়ক রোহান মুস্তফা। আর বাংলাদেশ ইমার্জিং দলের নির্বিষ বোলিংয়ের বিপক্ষে ইনিংস শেষে আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ২৬৭ রানে। ওপেনিংয়ে ১০২ রানের জুটি গড়েন রোহান ও আশফাক আহমেদ। সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন আশফাক। ওয়ানডাউন ব্যাটসম্যান গোলাম সাব্বির ৫২, শাইমান আনোয়ার করেন ৩৭ রান।  বাংলাদেশ ইমার্জিং দলের বল হাতে ১০ ওভারের স্পেলে ৫৫ রানে চার উইকেট নেন ১৭ বছর বয়সী বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। অপর পেসার খালেদ আহমেদ ১০ ওভারের স্পেলে ৬৫ রানে নেন তিন উইকেট। জবাবে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশ ইমার্জিং দলের। শুরুর ৫.৪ ওভারে বিনা উইকেটে স্কোর বোর্ডে জমা পড়ে ২৮ রান। ব্যক্তিগত ৩ রানে উইকেট খোয়ান ওপেনার জাকির হাসান। পরে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন  সৈকত, ইয়াসির আলী ও নুরুল হাসান সোহান। ব্যাট হাতে ‘ডাক’ মারেন অধিনায়ক ও সহ-অধিনায়ক সোহান-সৈকত। এতে ২২ ওভারে ৮০/৬ সংগ্রহ নিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ ইমার্জিং দল। দলীয় ১১০ রানে অষ্টম উইকেট খোয়ায় সোহান বাহিনী। তবে শেষ দিকে যথাক্রমে ৩২ ও ৩১* রানের ইনিংস খেলেন নয় ও দশ নম্বর ব্যাটসম্যান শফিউল ইসলাম ও শরিফুল ইসলাম। নবম উইকেটে এ দু’জন গড়েন ৫১ বলে ৫৪ রানের জুটি। ৩৫ বলের ইনিংসে শফিউল হাঁকান ৬টি বাউন্ডারি। আর ২৫ বলের ইনিংসে ১ বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান শরিফুল। নিজের শুরুর তিন ওভারে মাত্র ৭ রানে তিন উইকেট নিয়ে সোহানদের ব্যাকফুটে ঠেলে দেন আমিরাতের লেগস্পিনার ইমরান হায়দায়। শেষ পর্যন্ত ৭ ওভারের স্পেলে ৩৫ রানে চার উইকেট নেন তিনি। ৯.৫ ওভারের স্পেলে ৫০ রানে চার উইকেট নেন আমিরাতের বাঁ-হাতি স্পিনার আহমেদ রেজা। আজ বাঁচা-মরার ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। আসরে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই সোহানদের। গতকাল গ্রুপের অপর ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২২৫ রানে জয় দেখে স্বাগতিক পাকিস্তান। ওপেনিংয়ে জোড়া সেঞ্চুরি নিয়ে পাকিস্তানের সংগ্রহ পৌঁছে ৩৬৬/৩-এ। জবাবে ১৪০ রানে গুঁড়িয়ে যায় হংকং।

সংক্ষিপ্ত স্কোর
টস: আরব আমিরাত, ব্যাটিং
আমিরাত ইমার্জিং দল: ৪৯.৪ ওভার; ২৬৭ (আশফাক ৯২, সাব্বির ৫২, মুস্তফা ৪০, শাইমান ৩৪, শরিফুল ৪/৫৫, খালেদ ৩/৬৫, তানভীর ১/২৫, শফিউল ১/৪৩, মোসাদ্দেক ১/৫৩)।
বাংলাদেশ ইমার্জিং দল: ৩৬.৫ ওভার; ১৭০ (মিজানুর ৪৩, জাকির ৩, শান্ত ৮, ইয়াসির ২০, মোসাদ্দেক ০, নুরুল ০, আফিফ ১৮, তানভীর ৩, শফিউল ৩২, শরিফুল ৩১*, খালেদ ৬, ইমরান ৪/৩৫, রেজা ৪/৫০)।
ফল: আরব আমিরাত ইমার্জিং দল ৯৭ রানে জয়ী
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status