খেলা

ওপেনিং নিয়ে মধুর সমস্যায় নির্বাচকরা

স্পোর্টস রিপোর্টার

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

ইনজুরির কারণে দেশসেরা ওপেনার তামিম ইকবাল ছিলেন না দলে। আড়াই মাস পর এবার ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে। তার ওপেনিং পার্টনার কে হবে তা ছিল আগে থেকেই চিন্তার কারণ। গতকাল প্রস্তুতি ম্যাচের পর সেই চিন্তা আরো বেড়েছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের। তামিম তো সেঞ্চুরি করেছেনই তার সঙ্গে ঝড় তুলেছেন সৌম্য সরকারও। যদিও ইমরুল আউট হয়েছেন ২৭ রানে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়া নৈপুণ্য দেখান ইমরুল কায়েস। লিটন দাসও ফিরেছেন রানে! তাহলে কে হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিমের পার্টনার? যদিও এই প্রশ্নের উত্তর দিতে পারেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কারণ তামিমের সঙ্গী হিসেবে এই তিনজনই এখন প্রমাণ করেছেন নিজেকে। তাই কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব তো থাকবেই। এ নিয়ে নান্নু বলেন, ‘এই বিষয়ে আলোচনা হচ্ছে। এখনো ঠিক করা হয়নি তামিমের সঙ্গে কে ওপেন করবে। এটা আগামীকাল ঠিক করা হবে।’  অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪১ ওভারে ৩১৪/৬ সংগ্রহ নিয়ে আলোর স্বল্পতার কারণে ডি/এল আইনে ৫১ রানে জয় দেখে বিসিবি একাদশ। মাঠে ফিরেই ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন  তামিম। এরপর ১০৩ রানের এক ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সৌম্য। বলেও শুরুটা ছিল ভালো। ৪১ ওভারে ২৩৮ রান তুলতে ক্যারিবীয়রা হারিয়েছিল ৬ উইকেট। সেখান থেকে অবশ্য শেষ দিকে ঝড় তোলে তারা। তবে ব্যাটিং ও বোলিং নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচক। নান্নু বলেন, ‘প্রস্তুতি ম্যাচে যেটা প্রত্যাশা থাকে যে সবার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সবদিক থেকে উন্নতি হয়। সেদিক থেকে আমার মনে হয় আমাদের প্রস্তুতিটা ভালোই হয়েছে। উইন্ডিজ কিন্তু ওয়ানডেতে ভালো দল। শর্টার ফরমেটে ওদের সব পরীক্ষিত পারফর্মার আছে। সেই হিসেবে আমাদের জন্য এটি অনেক চ্যালেঞ্জিং একটি সিরিজ। প্রস্তুতি ম্যাচটি ভালো হওয়ায় আমরা সন্তুষ্ট। আমাদের কিছু খেলোয়াড় যেমন তামিম ইকবাল অনেক দিন পরে খেলছে, শতক করেছে। তো এটা অনেক বড় একটি প্লাস পয়েন্ট।’

ওপেনিংয়ে তামিমের ফেরা, সেই লিটন, সৌম্য, ইমরুল ভালো করছে। কে দলে থাকবে সেই নিয়ে চলছে প্রতিযোগিতা। প্রধান নির্বাচক বিষয়টিকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘এটি দলের জন্য অনেক ভালো একটি সাইন। ব্যাকআপ ক্রিকেটাররাও যথেষ্ট ভালো অবস্থানে আছে। আর প্রতিযোগিতার মধ্যে থাকলে দল সবসময় একটি ভালো অবস্থানে থাকে। অবশ্যই আমি মনে করি যে একটি প্রতিযোগিতা থাকা ভালো। আর যখন যাকে দরকার হবে তখনই খেলানো হবে।’ অন্যদিকে সেঞ্চুরি হাঁকিয়ে ভীষণ আত্মবিশ্বাসী সৌম্য। গতকাল প্রস্তুতি ম্যাচ শেষে সৌম্য বলেন, শুরুটা ভালো হলে ৩০০ রান তাড়া করাও কঠিন নয়। সুযোগ পেলে ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status