খেলা

পূজারার সেঞ্চুরিতে মান রক্ষা ভারতের

স্পোর্টস ডেস্ক

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন

স্ট্রাইক ধরে রাখতে জস হ্যাজলউডের বলটা মিডঅনে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে দৌড় দিলেন চেতেশ্বর পূজারা। আর বল কুড়িয়ে শূন্যে ডাইভ দেয়া অবস্থায় প্যাট কামিন্সের দুর্দান্ত থ্রো আঘাত হানে স্টাম্পে। ব্যক্তিগত ১২৩ রানে থামে পূজারার অবিস্মরণীয় ইনিংস। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শেষ দৃশ্য ছিল এটি। গতকাল অস্ট্রেলিয়ার বোলারদের সামনে একাই বুক চিতিয়ে লড়াই করেন পূজারা। অজিদের মাটিতে এটাই তার প্রথম সেঞ্চুরি। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫০/৯। বল টেম্পারিং নিষেধাজ্ঞার কারণে স্মিথ-ওয়ার্নারবিহীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে ‘ফেভারিট’ তকমা দেন ক্রিকেটবোদ্ধারা। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ডিন জোন্স বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে ভারত এবার টেস্ট সিরিজ জিততে না পারলে আর কখনোই পারবে না। সিরিজের প্রথম দিনে অন্তত সেটি ভুল প্রমাণ করেন অজি বোলাররা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডাউনে নেমে এক প্রান্ত আগলে রেখে সতীর্থতের আসা-যাওয়ার মিছিল দেখেন পূজারা। স্টার্ক-কামিন্স-হ্যাজলউডদের পেস তোপে দলীয় ১৯ রানের মধ্যে তিন উইকেটের পতন ঘটে। দুই ওপেনার লোকেশ রাহুল ২ ও মুরালি বিজয় ১১ রানে সাজঘরের পথ ধরেন। কামিন্সের বলে গালি অঞ্চলে কোহলির (৩) দুর্দান্ত ক্যাচ নেন উসমান খাজা। সপ্তম উইকেটে অশ্বিনের সঙ্গে সর্বোচ্চ ৬২ রানের জুটি গড়েন পূজারা। টেস্টে ১৬তম সেঞ্চুরিতে স্বদেশি কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির পাশে বসেন ত্রিশ বছর বয়সী এ ব্যাটসম্যান। তার ২৪৬ বলে ১২৩ রানের ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজানো। ৬ নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন রোহিত শর্মা। ঋষভ পান্ত ও রবিচন্দ্রন অশ্বিন দুইজনই ২৫ রান করে আউট হন। মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, প্যাট কামিন্স ও অফস্পিনার নাথান লায়ন প্রত্যেকেই দুইটি করে উইকেট নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status