খেলা

৮২ বছরের রেকর্ড ভাঙলেন ইয়াসির

স্পোর্টস ডেস্ক

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ইয়াসির শাহ। এতে পাকিস্তানি লেগস্পিনার ভেঙে দিলেন ৮২ বছরের পুরনো রেকর্ড। নিজের অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৯৯ বল খেলে পাকিস্তানের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন উইলিয়াম সমারভিল। দ্বিতীয় ইনিংসে এই স্পিনারকে চারে ব্যাটিংয়ে পাঠিয়ে পরীক্ষাটা আবারো নিতে চেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ইয়াসির শাহ তা হতে দেননি। বরং সমারভিলকে সাজঘরে ফিরিয়ে ইয়াসির স্পর্শ করেন রেকর্ডগড়া ২০০ উইকেটের মাইলফলক। ৩৩ বল খেলে ইয়াসিরের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন প্রায় ৩৫ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া কিউই ক্রিকেটার সমারভিল। ক্যারিয়ারের ৩৩ টেস্টে ২০০ শিকার পূর্ণ হলো ইয়াসির শাহর। আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নেন এ লেগস্পিনার। দ্বিতীয় ইনিংসে কিউই ওপেনার টম ল্যাথামের উইকেট তুলে নিয়ে রেকর্ডের দোরগোড়ায় পৌঁছেন ইয়াসির শাহ।

টেস্টে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ডটি ক্লাসিক্যাল যুগের স্পিনার ক্ল্যারি গ্রিমেটের দখলে ছিল দীর্ঘ ৮২ বছর। ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ২০০ উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করেন এ অজি লেগস্পিনার। গ্রিমেট ২০০ শিকার পূর্ণ করেন ক্যারিয়ারে ৩৬তম টেস্টে। গ্রিমেট এই কীর্তি গড়তে ১০ বছর ৩৫৩ দিন সময় নিয়েছিলেন। ইয়াসির নিলেন মাত্রই ৪ বছর ৪২ দিন। সময়ের হিসাবে ইয়াসিরের কীর্তিটি চতুর্থ দ্রুততম। ৩ বছর ৩৪০ দিন সময় নিয়ে ২০০ উইকেটের দেখা পাওয়া অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন রয়েছেন এমন তালিকার শীর্ষে। ওয়ার্নের চেয়ে ৮দিন বেশি সময় নিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অফস্পিনার গ্রায়েম সোয়ান। ইংলিশ পেস লিজেন্ড ইয়ান বোথাম ক্যারিয়ারের ২০০ পূর্ণ করেন ৪ বছর ৩০ দিনের মাথায়। গতকাল উইলিয়ামসন ও হেনরি নিকোলসের অবিচ্ছিন্ন ২১২ রানের জুটিতে ২৭২/৪ সংগ্রহ নিয়ে ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ১৩৯ ও নিকোলস ৯০ রানে অপরাজিত থাকেন। আর নিউজিল্যান্ড এগিয়ে যায় ১৯৮ রানে।


টেস্টে ২০০তম উইকেট
খেলোয়াড়     প্রতিপক্ষ     সময়     ম্যাচ     সাল
ইয়াসির শাহ (পাকিস্তান)     নিউজিল্যান্ড     ৪ বছর ৪২ দিন     ৩৩     ২০১৮
ক্ল্যারি গ্রিমেট (অস্ট্রেলিয়া)     দ. আফ্রিকা     ১০ বছর ৩৫৩ দিন     ৩৬     ১৯৩৬
রবিচন্দ্রন অশ্বিন (ভারত)     নিউজিল্যান্ড     ৪ বছর ৩২১ দিন     ৩৭     ২০১৬
ডেনিস লিলি (অস্ট্রেলিয়া)     ইংল্যান্ড     ৪ বছর ৯ দিন     ৩৮     ১৯৮০
ওয়াকার ইউনুস (পাকিস্তান)     নিউজিল্যান্ড     ৬ বছর ২৩ দিন     ৩৮     ১৯৯৫
ডেল স্টেইন (দ. আফ্রিকা)     উইন্ডিজ     ৫ বছর ১৭৫ দিন     ৩৯     ২০১০
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status