বাংলারজমিন

মাধবপুরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৫১ পূর্বাহ্ন

 মাধবপুর পৌরশহরের ব্যবসায়ী রাশেদ মিয়ার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার  দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মাধবপুর বাজার সমিতির নেতৃবৃন্দ ও  সুশীল সমাজের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাধবপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা আশরাফুল আলম টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলমগীর হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী মো. এরশাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ব্যবসায়ী হাফেজ শাহ আলম, মাসুদ খান প্রমুখ।

মাধবপুর বাজারের ব্যবসায়ী রাশেদ মিয়া (৩৫) দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাতে মারা যান। এ ব্যাপারে রাশেদ মিয়ার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ব্যবসার কাজ শেষে মাধবপুর শহরের শ্যামলীপাড়া বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার মধ্য রাতে তিনি মারা যান। নিহত রাশেদ মিয়া পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের চান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাশেদ মিয়া মাধবপুর বাজারে মনোহারী ব্যবসা করতেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status