বাংলারজমিন

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৪০ পূর্বাহ্ন

 নড়াগাতি থানার কান্দুরী গ্রামে আমন ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রুকু মোল্যা (৩৫) ও ইমান আলী মোল্যা (৩৬)। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কলাবাড়িয়া ইউনিয়নের সদস্য ইলিয়াছ  মোল্যার লোকজন তাদের জমিতে ধান কাটতে যায়। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ধান কাটায় বাধা প্রদান করলে উভয়পক্ষে সংঘর্ষ বেধে ঘটনাস্থলে আইচ পাড়া গ্রামের সাদেক মোল্যার একমাত্র পুত্র সন্তান ইমান আলী মোল্যা ঘটনাস্থলে মারা যান। কান্দুরী গ্রামের ফহমউদ্দিন মোল্যার পুত্র রুকু মোল্যাকে গুলিবিদ্ধ অবস্থায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া উক্ত গ্রামের মোশাম মোল্যা (৩৫), ইয়ার আলী মোল্যা (৫০), জসিম (১৮), আজিজুর রহমান (৪০) গুলিবিদ্ধ হয়। নান্নু (৩৫), মাজেদা বেগম (৪০), প্রতিবন্ধী রইস (১৪), কানচে (৫০) সহ আরো ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে খুলনাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামের   ইউপি সদস্য ইলিয়াছ মোল্যার দলীয় লোকেরা ধান কাটতে গেলে প্রতিপক্ষ ইমান আলীর লোকজন বাধা প্রদান করলে এক পর্যায়ে বন্দুক, রামদা এবং দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষ প্রাক্তন ইউপি সদস্য গ্রুপের ইমান আলী ও রুকু মোল্যা  নিহত হন। পুলিশ এ ব্যাপারে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার ও চারটি গুলির খোসা উদ্ধার করেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। র‌্যাব, ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status