বাংলারজমিন

আওয়ামী লীগ নিশ্চিন্ত, কে পাচ্ছেন বিএনপির চূড়ান্ত মনোনয়ন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৩৫ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মনোনয়ন নিশ্চিত হওয়ায় নিশ্চিন্ত হয়ে গেছে। ফলে নিশ্চিত রয়েছেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। তবে এ আসনে বিএনপি ও ২০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত না হওয়ায় জোটের শরিক দল ও বিএনপির নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন। চিরিরবন্দর ও খানসামা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন-৯ দিনাজপুর-৪ আসনটি। নির্বাচন কমিশন অফিসের তথ্যমতে, চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ২০১ জন এবং খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৪৮১ জন। এ আসন থেকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপি’র সহ-সভাপতি লুসাকা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ হাফিজুর রহমান সরকারসহ-সভাপতি লুসাকা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ হাফিজুর রহমান সরকার, জাতীয় পার্টির খানসামা উপজেলার আহ্বায়ক মোনাজাত চৌধুরী মিলন, বাংলাদে শের কমিউনিস্ট পার্টির
দিনাজপুর জেলা সংগঠক অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মিজানুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অ্যাডভোকেট সাজেদুল আলম চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের মোজ্জাফর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউসুফ আলী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউসুফ আলীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
তবে এ আসন থেকে বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি লুসাকা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি হাফিজুর রহমান সরকারকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status