বাংলারজমিন

খুলনা-৫

ড. মামুনকে মনোনয়ন দিতে একাট্টা খুলনা বিএনপি

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৩৪ পূর্বাহ্ন

আগামী একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে দলের নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমানকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দিতে একাট্টা খুলনা বিএনপি নেতারা। তারা বলছেন- আসনটি পুনরুদ্ধার করতে বিএনপির প্রার্থীকে দলের চূড়ান্ত মনোনয়ন দেয়া হোক। ড. মামুন ছাড়াও ধানের শীষের প্রাথমিক টিকিট পেয়েছেন আরো দুজন। তারা হলেন- এই আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. গাজী আবদুল হক ও জামায়াতের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ফুলতলা উপজেলা বিএনপির এক নেতা জানান, অতীতের নানা কর্মকাণ্ডের জন্য দলের মধ্যে অনেকটা বিতর্কিত ডা. গাজী আবদুল হক। এছাড়া তিনি অনেকটা বয়সের ভারে ন্যূব্জ হয়ে পড়েছেন। যুদ্ধাপরাধী দলের কালিমা থাকায় জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার রয়েছেন বেকায়দায়। এই কারণে সংখ্যালঘুসহ তরুণ প্রজন্মের কাছে তিনি অগ্রহণযোগ্য ব্যক্তি। অন্যদিকে সাধারণ ভোটারের কাছে গ্রহণযোগ বিবেচনায় এগিয়ে আছেন লন্ডনের উচ্চতর ডিগ্রিধারী ড. মামুন রহমান। ফুলতলা উপজেলার জামিরা ইউপির সাবেক মেম্বার শেখ হালিম বলেন, মামুন ভাইয়ের জামিরার বাড়ির চারপাশে হিন্দু সম্প্রদায়ের ববসবাস। বিত্তশালী মামুন রহমান তাদের নিরাপত্তা দিয়ে আসছেন। একই ইউনিয়নের বিএনপি কর্মী প্রভাষ মণ্ডল জানান, ২০১১ সাল থেকে ইউপি চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন মামুন। ডুমুরিয়ার ভাণ্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বালা বলেন, বিগত আন্দোলনে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় আসামি হওয়া বিএনপি নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করেছেন মামুন রহমান। তাই বিএনপির প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়া হোক। চুকনগর মহিলা কলেজের শিক্ষক নিলয় কুমার মণ্ডল জানান, এলাকার অসংখ্য দরিদ্র ছাত্রকে লেখাপড়ার খরচ দেন তিনি। তাকে ধানের শীষের মনোনয়ন দেয়া হলে আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status