বাংলারজমিন

ঝিনাইদহ-২ আসনে লড়াইয়ে ফিরলো বিএনপি

ঝিনাইদহ প্রতিনিধি

৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৩৩ পূর্বাহ্ন

ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর-হরিণাকুণ্ডু) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আবদুল মজিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিলের নিষ্পত্তি করে বৃহস্পতিবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রার্থিতা ফিরে পাওয়ায় তৃলমূল নেতা কর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। নির্বাচন কমিশনের এ আদেশের ফলে তিনি প্রার্থিতা ফিরে পাওয়াই এই আসনে আওয়ামী লীগের সঙ্গে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে ফিরলো বিএনপি। এই আসনের বিএনপি’র হেভিওয়েট প্রার্থী একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মো. মসিউর রহমান আদালত কর্তৃক সাজা হওয়ায় নির্বাচন করতে পারছেন না। তবে তার ছেলে ডা. ইব্রাহীম রহমান রুমী মাঠে থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত রোববার অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাইয়ের দিন ঝিনাইদহ-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপি প্রার্থী এডভোকেট আবদুুল মজিদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র গৃহীত না হওয়ার অজুহাতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। ওইদিন ঝিনাইদহ-১ আসনে ২ টি, ঝিনাইদহ-২ আসনে ৫ টি, ঝিনাইদহ-৩ আসনে ২ টি ও ঝিনাইদহ-৪ আসনে ৫ টি মনোনয়নপত্র বাতিল করা হয়। ২৫ জনের মনোনয়ন বৈধ করা হয়েছে। বাতিলগুলোর মধ্যে ছিল ঝিনাইদহ-১ আসনে আবদুল ওহাব (বিএনপি) ও আবু বকর (স্বতন্ত্র), ঝিনাইদহ-২ আসনে মসিউর রহমান (বিএনপি), আবদুল মজিদ (বিএনপি), আবু তালেব সেলিম (জাকের পার্টি), ইউসুফ পারভেজ (স্বতন্ত্র), মীর রবিউল ইসলাম (স্বতন্ত্র), ঝিনাইদহ ৩ আসনে ইসমাইল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি), কামরুজ্জামান স্বাধীন (জাতীয় পার্টি), ঝিনাইদহ-৪ আসনে ফণী ভূষণ রায় (সিপিবি), মো. ওয়াদুদুর রহমান (বিএনএফ), কামরুল ইসলাম (ন্যাশনাল পিপল্‌স পার্টি), জহুরুল ইসলাম (স্বতন্ত্র) ও আবদুল মান্নান (আওয়ামী লীগ)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status