ভারত

‘ধর্মে নয়, কর্মেই হোক পরিচয়’

কলকাতা প্রতিনিধি

৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ১১:৫৭ পূর্বাহ্ন

কলকাতা পুরসভার নতুন মেয়র হিসেবে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার শপথ নিয়ে জানিয়ে দিযেছেন, ধর্মে নয় কর্মেই হোক তাঁর পরিচয়।  মেয়রের চেয়ারে বসে নবনিযুক্ত মেয়র বলেছেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা এই চেয়ারে বসেছেন। আমি তাঁদের মর্যাদা রক্ষার চেষ্টা করব। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। মেয়র হিসেবে শপথ নেবার কিছুক্ষণের মধ্যে তিনি তার পরিকল্পনার আভাস দিয়ে বলেছেন,  কলকাতার বায়ুদূষণকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেছেন, কলকাতার বাতাসে দূষণ রোধ করতে আপ্রাণ  চেষ্টা চালাব। শহরে নিজের খালি জায়গা এবং বাড়ির ফাঁকা জায়গায় কেউ গাছ লাগালে সেই সম্পত্তির মালিককে ৯০ শতাংশ পর্যন্ত কর মওকুফ করা হবে। তবে তার রূপরেখা কী হবে তা আগামী দিনে বিশদ জানানো হবে বলে জানান মেয়র। তিনি জানান, কলকাতাকে সবুজ করার লক্ষ্যে আরও পরিকল্পনা রয়েছে তাঁর। কলকাতার পানীয় জলের সমস্যা এবং নিকাশি সমস্যা নিয়েও যে তিনি ভাবছেন সেকথাও এদিন জানিয়েছেন। গত সোমবার সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত সাদা ধুতি-পাঞ্জাবি পরিহিত ফিরহাদ হাকিমকে শপথ বাক্য পাঠ করান পুরসভার চেয়ারপারসন মালা রায়। এদিন ডেপুটি মেয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে মেয়র পারিষদ অতীন ঘোষকে। স্বাধীন ভারতে ফিরহাদ হাকিমই কলকাতা পুরসভার প্রথম মুসলিম মেয়র হয়েছেন। এদিন দুপুরে কাউন্সিল অধিবেশনে ফিরহাদ হাকিমকে ১২১ ভোটে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৫টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। বামফ্রন্ট পুর আইন না মেনে মেয়র নির্বাচন প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে। বামফ্রন্ট ও কংগ্রেস এদিন নির্বাচনে অংশ না নিয়ে তা বয়কট করেছে। ফিরহাদ একইসঙ্গে মন্ত্রীত্ব ও মেয়রের দায়িত্ব সামলাবেন। পুরসভার কাউন্সিলর না হওয়ায় ফিরহাদ হাকিমকে আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status