ভারত

লাল পতাকার নিচে মানুষের ভিড় দেখে অভিভুত সিপিআইএম নেতারা

কলকাতা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৫:১০ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গ থেকে বামপন্থীরা মুছে গিয়েছে বলে শাসক দলের প্রচার সত্ত্বেও লাল পতাকার নিচে মানুষের ভিড় দেখে রাজ্যের সিপিআইএম নেতারা অভিভুত। রাজ্যে শিল্প ও কাজের দাবিতে সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত দুই দিনের পদযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, গত ১১ বছরে সিঙ্গুরের মাটিতে এত লাল পতাকা দেখা যায়নি। বুধবার যা দেখা গিয়েছে। সিপিআইএমের দাবি, পদযাত্রার সূচনায় অন্তত ৮ হাজার মানুষ যোগ দেন। শেষ দিনে আজ বৃহষ্পতিবার সেই সংখ্যাটা আরও বেড়েছে বলে জানা গেছে। পদযাত্রার সূচনায় কৃষকসভার সর্বভারতীয় সম্পাদক হান্নান মোল্লা বলেছেন, বর্তমান রাজ্য সরকার সিঙ্গুরে শিল্পকে শশ্মানে পাঠিয়েছে। সেই শশ্মান থেকে শিল্পের পুনরুজ্জীবনের দাবিতেই আমাদের এই অভিযান। শুধু রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারও চাষিদের ধোঁকা দিচ্ছে।  সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তীর মতে, এটা বামফ্রন্টের মিছিল নয়, সিপিআইএমেরও নয়। শুধু সিপিআইএমের দু’টো গণসংগঠনের ডাকে এত মানুষ এসেছেন। সিপিআইএমের কৃষকসভা ও ক্ষেতমজুর সংগঠনের উদ্যোগে এই পদযাত্রা কলকাতায় আসার পর ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে কৃষকদের এই লং মার্চ দেখে বামপন্থীরা ফের আশায় বুক বাঁধছেন। তবে তৃণমূল কংগ্রেস এই লং মার্চকে ঘিরে কটাক্ষ করতে দেরি করেনি। রাজ্যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সিপিআইএমকে ময়ূরপঙ্খী কাক বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কৃষকদের হত্যা করে এখন কৃষক দরদ দেখাচ্ছে সিপিআইএম।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status