বিনোদন

আলাপন

‘এর বিকল্প আপাতত নেই’

ফয়সাল রাব্বিকীন

২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১১:১৮ পূর্বাহ্ন

জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী হাবিব ওয়াহিদ। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। প্লেব্যাক কিংবা অডিও- এই দুই ক্ষেত্রেই বেশ সফল হাবিব। বিশেষ করে তিনি সংগীতে নতুন একটি ধারার সূচনা করেছেন, যেই ধারায় চলতি প্রজন্মের সংগীত পরিচালকরা এখনও গান তৈরি করছেন। এদিকে অডিও এবং প্লেব্যাকের পর চলতি মিউজিক ভিডিওর ট্রেন্ডেও পুরোপুরি মানিয়ে নিয়েছেন। গত দুই বছরে হাবিব ধারাবাহিকভাবে অনেকগুলো মিউজিক ভিডিও প্রকাশ করেছেন, যার সব কটিতেই পারফর্ম করেছেন খোদ তিনি। আর একেকটি ভিডিওতে একেক চমক নিয়ে হাজির হয়েছেন এ সংগীত তারকা। আর এর জন্য চলচ্চিত্রের গানও তিনি খানিকটা কমিয়ে দিয়েছেন। সব মিলিয়ে কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? হাবিব উত্তরে বলেন, বেশ ভালো আছি। ব্যস্ততার মধ্যে দিয়েই সময় যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত থাকতে হচ্ছে এখন। এখনকার মূল ব্যস্ততা কি নিয়ে? হাবিব বলেন, যেহুতু এখন শীত মৌসুম শুরু হয়েছে, তাই শো এর ব্যস্ততা রয়েছে। যদিও আমি বেশ বেছে বেছে শো করি। তারপরও এ সময় চাপটা একটু বেড়ে যায়। তাছাড়া প্র্যাকটিসেও সময় দিতে হয়। এর বাইরে অন্যান্য কাজও চলতে থাকে। সম্প্রতি আপনার ও ন্যান্সির নতুন গান প্রকাশ হয়েছে বাংলালিংক ভাইবে। কেমন সাড়া পাচ্ছেন? হাবিব ওয়াহিদ বলেন, গানচীলের ব্যানারে বাংলালিংক ভাইবে কয়েকদিন হলো মাত্র গানটি প্রকাশ হয়েছে। গানটির শিরোনাম ‘একটু পাগল না হলে কি’। এর কথা লিখেছেন আসিফ ইকবাল। আর সুর ও সংগীতায়োজন করেছি আমি। সব মিলিয়ে বেশ রোমান্টিক একটি গান। বেশ ভালো সাড়াও মিলছে। কদিন আগে ‘রাজি’ নামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। তার কি খবর? হাবিব বলেন, এ গানটি আমার অনেক পছন্দের। রাকিব হাসান রাহুলের কথায় এর সুর ও সংগীত করেছি আমি। মেহবুবু হোসেন অনি এ গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন। আমার কনসেপ্টে ভিডিওটি নির্মান করেছেন নিশোক তারেক আজিজ। অনেক বেশি সাড়া পেয়েছি এ গানটি থেকে। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো অবস্থায় যাবে গানটির অবস্থা। নির্মান করেছেন ভিডিওটি। চলতি সময়ের এই সিঙ্গেল ও মিউজিক ভিডিওর ধারাটি কেমন মনে হয় আপনার কাছে? হাবিব বলেন, আসলে এটা সময়ের দাবি। সারা বিশ্বেই তাই হচ্ছে। তবে গানের অডিও কিংবা ভিডিওর মান ধরে রাখাটা খুব জরুরি। আবার অনেক সময় দেখা যায় অডিওর চাইতে ভিডিওকে বেশি গুরুত্ব দেয়া হয়। এটা খুবই খারাপ একটি বিষয়। আগে অডিওটা শুনে ভালো লাগতে হবে। তারপর সে অনুযায়ি ভিডিও করা যেতে পারে। ইউটিউব গান শোনার সব থেকে বড় ও সহজ মাধ্যম। তাই মানুষ এখান থেকেই গান শুনতে পছন্দ করছে। এর বিকল্প আপাতত নেই। তাই যেভাবে ভালো হয় সে অনুযায়ি এ প্ল্যাটফর্মটির জন্য গান করতে হবে। তবে আমি ব্যাক্তিগতভাবে মনে করি, মানের কোন বিকল্প নেই। চলতি সময়ে আপনাকেই পারফর্ম করতে দেখা যাচ্ছে মিউজিক ভিডিওগুলোতে। বেশ প্রশংসিতও হচ্ছে আপনার পারফরমেন্স। এর রহস্য কি? হাবিব হেসে বলেন, এর কোন রহস্য নেই। আমি শুধুমাত্র কাজটি ভালোভাবে করার চেষ্টা করি। আর আমি নিজে যখন কোন গান করি তখন একটি গল্প কিংবা একটা চিত্র আমার সামনে চলে আসে। আমি সে অনুযায়ি ভিডিওতে কাজ করার চেষ্টা করি মাত্র। শ্রোতা-দর্শক সেটা পছন্দ করছেন এটা আমার জন্য বড় ব্যাপার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status