খেলা

মুমিনুলের ১১ লাফ, ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাইজুল

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:২৩ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৮ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং থেকে মাত্র এক ধাপ পেছনে ছিলেন তাইজুল ইসলাম। আর বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের নৈপুণ্য শেষে ৬ ধাপ এগিয়েছেন এই বাঁহাতি স্পিনার। আইসিসি বোলিং র‌্যাঙ্কিংয়ের ২১ নম্বরে উঠে এসেছেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন মুমিনুল হক। দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান টানা দুই টেস্টে সেঞ্চুরি করেন। আর ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৪তম স্থানে নাম লেখান মুমিনুল। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রাম টেস্ট, শ্রীলঙ্কা-ইংল্যান্ড কলম্বো টেস্ট ও পাকিস্তান-নিউজিল্যান্ড দুবাই টেস্ট শেষে গতকাল র‌্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। ৬৪ রানের জয় দিয়ে দুই ম্যাচের সিরিজ শুরু করে বাংলাদেশ। লঙ্কানদের হোয়াইটওয়াশের (৩-০) লজ্জায় ডোবায় ইংলিশরা। আর ইয়াসির শাহর ১৪ উইকেটের ভেলকিতে কিউইদের ইনিংস ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফেরে পাকিস্তান। ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে প্রথমবার শীর্ষ ২০-এ প্রবেশ করেন মুশফিকুর রহীম।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট না হাসায় তিন ধাপ পিছিয়ে ২১তম স্থানে নেমে গেছেন মুশফিক। চার ধাপ অবনমনে ২৮ নম্বরে সাকিব আল হাসান। সিরিজের বাইরে থাকা তামিম ইকবালের অবস্থান ৩৪তম। ৬৪ নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দুই সেঞ্চুরিয়ান হারিস সোহেল ৩৩ ধাপ এগিয়ে ৩৮তম ও বাবর আজম ২৪ ধাপ এগিয়ে ৩৯তম অবস্থানে। দলে ফিরেই সেঞ্চুরি করা ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ৬ ধাপ উন্নতিতে ১৬তম স্থানে। ব্যাটসম্যানদের শীর্ষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বোলিং র‌্যাঙ্কিংয়ে তাইজুলের ঠিক ওপরেই সাকিবের অবস্থান। এক ধাপ এগিয়ে ২০ নম্বরে সাকিব। ক্যারিয়ার সেরা অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে ৩০-এ নেমে গেছেন মেহেদি হাসান মিরাজ। ৫৪ নম্বরে মোস্তাফিজুর রহমান। এক ধাপ উন্নতিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে বাদ পড়া জেমস অ্যান্ডারসন দ্বিতীয় স্থানে নেমে গেছেন। ৯ ধাপ এগিয়ে শীর্ষ দশে ফেরেন লেগস্পিনার ইয়াসির। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে আসে পরিবর্তন। রবিচন্দ্রন অশ্বিনের জায়গা দখলে নেন বেন স্টোকস। শীর্ষে যথারীতি সাকিব আল হাসান। এরপর যথাক্রমে রবীন্দ্র জাদেজা, জেসন হোল্ডার ও ভারনন ফিল্যান্ডার।

নারী র‌্যাঙ্কিংয়ে সালমার উন্নতি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিংয়ে উজ্জ্বল পারফরম্যান্স করে বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা করে নেন জাহানারা আলম। এবার বোলিং র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলো বাংলাদেশ। অধিনায়ক সালমা খাতুন দুই ধাপ এগিয়ে ১৪তম স্থানে নাম লেখান। চার ম্যাচে ৬ উইকেট নেন অফস্পিনার সালমা। শীর্ষ দশের বাইরে চলে গেছেন লেগস্পিনার রুমানা আহমেদ। ৭ ধাপ পিছিয়ে ১৩তম অবস্থানে তিনি। চার ম্যাচে ৪ উইকেট নেন রুমানা। চার ম্যাচে ৬ উইকেটের নৈপুণ্য দেখানো পেসার জাহানারার অবস্থান ৩৬তম। পাঁচ উইকেট নেয়া অফস্পিনার খাদিজাতুল কুবরা ৩২ নম্বরে। ২১তম স্থানে নাহিদা আকতার। শীর্ষে অস্ট্রেলিয়ার মেগান শুট।  ব্যাটারদের শীর্ষ ৩০-এ বাংলাদেশের কেউ নেই। ৩৩তম স্থানে রয়েছেন সালমা খাতুন। শীর্ষে নিউজিল্যান্ডের সুজি বেটস। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সালমা। অষ্টম স্থানে বাংলাদেশ অধিনায়ক। ১২ নম্বরে রুমানা। অলরাউন্ডারদের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর। টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। শীর্ষে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ঢাকা টেস্টে ড্র করলেই ৮-এ বাংলাদেশ
দলীয় র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলার সুযোগ বাংলাদেশের। সিরিজের প্রথম টেস্ট জিতে ক্যারিবীয়দের সমান ৬৩ পয়েন্ট টাইগারদের। দ্বিতীয় ও শেষ টেস্টে ড্র করলেই ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে অষ্টম স্থানে উঠে আসবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকাকে (১০৬) পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে ইংল্যান্ড। ৩ রেটিং পয়েন্ট অর্জন করে ইংলিশরা (১০৮)। ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সংগ্রহ সমান ১০২ পয়েন্ট। ষষ্ঠ স্থানে পাকিস্তান (৯৫)। ৪ রেটিং পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কার পুঁজি ৯৭ পয়েন্ট। মাত্র ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে জিম্বাবুয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status