বিনোদন

‘নতুন কিছু দিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে হবে’

এন আই বুলবুল

২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪১ পূর্বাহ্ন

আমাদের দর্শকরা বিদেশি সিরিয়াল ও চ্যানেলের দিকে ঝুঁকে পড়েছে। বিদেশি সিরিয়ালের প্রতি দর্শকদের আকৃষ্ট হওয়ার বেশ কিছু কারণ আছে বলেও আমি মনে করি। টিভি নাটকের দর্শকদের নিয়ে এভাবে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেত্রী অহনা। তিনি আরো বলেন, ভারতীয় চ্যানেলের দিকে দর্শকরা কেন এত বেশি আগ্রহ দেখায় আমরা কি কখনো গভীরভাবে তা ভেবে দেখেছি? তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? তাদের প্রায় সব সিরিয়াল পারিবারিক গল্পের। আমাদের নাটকেও তেমন থাকে। তবুও কেন আমরা তাদের কাছ থেকে পিছিয়ে আছি। আমি মনে করি, তাদের গল্পের উপস্থাপন অনেক বেশি স্ট্রং হয়। আমাদের নির্মাতাদের এই বিষয়টির দিকে মনোযোগ বাড়াতে হবে। আমাদের নানা ধরনের গল্প আছে। শুধু ঠিকমতো উপস্থাপন হচ্ছে না। অহনাকে কমেডি গল্পের নাটকে বেশি দেখা যায় কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কমেডি গল্পের নাটকে অভিনয় করলেও আমার চরিত্র থাকে সিরিয়াস। আমার সিরিয়াস চরিত্রটি অনেক মজা করে নির্মাতারা তুলে ধরেন। সত্যি বলতে আমি সিরিয়াস চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এটি ঠিক কিছু কিছু সিরিয়াস চরিত্র দর্শকদের মনে দাগ কাটে। নাটকে এই সময়ে কি ধরনের সংকট আছে বলে অহনা মনে করেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের টিভি নাটকে বাজেট অন্যতম সংকট। অন্যদিকে এই সময়ে  অনেক সিনিয়র শিল্পী অভিনয় থেকে দূরে আছেন। ফলে কিছু কিছু চরিত্রের জন্য উপযুক্ত শিল্পী নির্বাচন করা সম্ভব হয় না। এ ছাড়া নাটকে বৈচিত্র্যের জন্য লোকেশন, গল্প বলার ধরন এগুলোর পরিবর্তন প্রয়োজন। নতুন কিছু দিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে হবে। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে অহনা অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো ‘রসের হাঁড়ি’, ‘নোয়াশাল’, ‘ভালোবাসা কারে কয়’, ‘ছায়াবিবি’, ‘সালিশ মানি তাল গাছ আমার’ ও ‘কমেডি-৪২০’। এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করছেন। নিজেকে কি পরিচয় দিতে ভালোবাসেন? তার ভাষ্য, আমি প্রথমে একজন অভিনেত্রী। অভিনয়ের জন্যই আমি আজকে এতটুকু আসতে পেরেছি। অভিনয় আমার অস্তিত্ব। আমি সেই অস্তিত্বকে অস্বীকার করতে চাই না। আমি শুরু থেকে চেয়েছি অভিনয়ের পাশাপাশি কিছু একটা করতে। সেই ভাবনা থেকেই ব্যবসা শুরু করেছি। আমি আমার মতো করে এই ব্যবসা করছি। সবার কাছ থেকে ভালো সহযোগিতাও পাচ্ছি। ব্যবসায় সময় দেয়ার জন্য এখন আগের চেয়ে অভিনয় কম করছি। অভিনয় এবং ব্যবসা দুদিকে সময় দিচ্ছি। ছোট পর্দার পাশাপাশি এই অভিনেত্রী অভিনয় করেছেন বড় পর্দায়ও। ২০০৮ সালে রকিবুল আলম রকিবের ‘চাকরের প্রেম’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন অহনা। সর্বশেষ তাকে পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবিতে দেখা গেছে। এতে সায়মনের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১৬ সালে ছবিটি মুক্তি পায়। তবে এখন বড় পর্দা থেকে দূরে আছেন এই মডেল-অভিনেত্রী। আজকের আলাপনে অহনা দেশ নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশ আগের তুলনায় এখন অনেক এগিয়ে আছে। তবু কিছু কিছু সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। প্রতিটি নাগরিক তার জায়গা থেকে সচেতন হলেই দেশের পরিবর্তন সম্ভব। এদিকে আসছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আমি আশা করি এদিন সবাই হিংসা-বিদ্বেষ ভুলে দেশের জন্য কাজ করার শপথ নেবে। এই দেশ আমাদের সবার। দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status